কানে শুনছেন না অলকা ইয়াগনিক

প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
বিরল স্নায়ু রোগে আক্রান্ত ভারতীয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। এর ফলে তিনি হঠাৎ করেই শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সিনেমায় তিন দশক ধরে গান গাওয়া এই শিল্পী ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই অসুস্থতার খবর দিয়েছেন। অলকা বলেছেন, দেশেই তার চিকিৎসা চলছে। উচ্চশব্দে গান শোনা ও হেডফোন ব্যবহারে সতর্ক থাকতে সহশিল্পীদের অনুরোধও জানিয়েছেন তিনি। অলকা ইয়াগনিক জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে পেস্নন থেকে নামার পর হঠাৎ করেই তিনি কিছুই শুনতে পাচ্ছিলেন না। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন ভাইরাস সংক্রমণের ফলে একটি বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সে কারণেই কানে শুনতে পাচ্ছেন না। অলকা বলেন, 'পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।' ৫৮ বছর বয়সি অলকা ইয়াগনিক সবশেষ গান গেয়েছেন 'ক্রু' এবং 'অমর সিং চামকিলা' সিনেমায়। ৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন অলকা। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। বহুবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার।