ঈদের দিন থেকে শাকিব খানের 'তুফান' এখনো দাপিয়ে বেড়াচ্ছে। 'উরাধুরা' গানটি সিনেমা মুক্তির আগে থেকেই সবার কণ্ঠে শোভা পাচ্ছে। গানটিতে মাত্র চার লাইন গেয়েই সুপারহিট। বলছি 'উরাধুরা' গানের নারী কণ্ঠের শিল্পীর কথা। তিনি দেবশ্রী অন্তরা। বর্তমানে সবার পরিচিত নাম। তার প্রতিভা বিকশিত হচ্ছে দিনকে দিন।
দেবশ্রী অন্তরার জন্ম ঢাকাতেই। গ্রামের বাড়ি চাঁদপুর। তার নাম শুনে অনেকেই ভেবেছেন তিনি কলকাতার শিল্পী। বর্তমানে দেবশ্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। আবার একটি টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপনাও করছেন। সংবাদ উপস্থাপক হিসেবে তার নাম অন্তরা রায় চৌধুরী। কিন্তু গানে তিনি তার নামটা একটু ভিন্ন রাখতে চেয়েছেন। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা অন্তরার। সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরীর গান শুনতেন তিনি। ছায়ানটে গান শিখেছেন। তবে পরিবারের কেউই সংগীতের সঙ্গে জড়িত নন।
তার গানের শুরুটা হয়েছিল বাপ্পা মজুমদারের সঙ্গে। কিন্তু সেই গান প্রকাশিত হয়নি। এরপর অনেক বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল গেয়েছেন, টিভি-রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন, নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। গত বছরের মার্চে হাবিব ওয়াহিদের সঙ্গে 'প্রেমে পড়া মন' দিয়ে তার অভিষেক হয়। সে বছরই হাবিবের 'মন বোঝে না' গানটি করেছেন, যা খুব জনপ্রিয় হয়েছে।
\হ'তুফান'-এ যুক্ত হওয়ার বিষয়ে জানা গেছে, গায়ক প্রীতম তাকে তার স্টুডিওতে যেতে বলেছিলেন। প্রীতম তাকে জানান গানের মাত্র চার লাইন তার কণ্ঠে যাবে। তখনো অন্তরা জানতেন না এটা 'তুফান'-এর গান কিংবা এই ছবি ঘিরে মানুষের এত আগ্রহ। তবে এটিই চলচ্চিত্রে অন্তরার প্রথম গান।
\হদেবশ্রী অন্তরা বর্তমানে ব্যস্ত রয়েছেন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে। একটি সাক্ষাৎকারে তিনি নানা বিষয় বলতে গিয়ে জানালেন তিনি অনেক ভাষাতেই গান গাইতে পারেন। বাংলা, হিন্দি, ইংলিশ ছাড়াও আরবি ও স্প্যানিশ ভাষায় গান গাইতে দেখা গেছে এই শিল্পীকে।