বিতর্কের মুখে মাধুরী দীক্ষিত

প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
জঙ্গি ঘনিষ্ঠ নিষিদ্ধ পাকিস্তানি ব্যবসায়ী আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিশিল্পী হিসেবে যোগ দেওয়ার কথা বলিউডের লাস্যময়ী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে জানা গেছে, জঙ্গি ঘনিষ্ঠতার অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি এক ব্যবসায়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছেন ধক ধক গার্লখ্যাত এই তারকা। প্রোমোটার ব্যবসায়ে যুক্ত রেহান সিদ্দিকির আইএসআইয়ের সঙ্গে যোগসূত্র থাকায় ভারতে নিষিদ্ধ তিনি। আর সেই ব্যক্তির সঙ্গেই কাজের সূত্রে জোট বেঁধে বিতর্কে জড়ালেন মাধুরী। মাশাবালা ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে নিষিদ্ধ রেহান বর্তমানে থাকেন হিউস্টনে। সেখানেই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। চলতি বছরের আগস্ট মাসেই টেক্সাসের হিউস্টন শহরে সেই অনুষ্ঠান রয়েছে। যেখানে যোগ দেওয়ার কথা মাধুরীর। রাজনৈতিক ভাষ্যকার তথা কলামনিস্ট সুনন্দা বশিষ্ঠ সেই খবর শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছেন। অনুষ্ঠানের পোস্টার পোস্ট করে সুনন্দা লিখেছেন, 'দেখে হতবাক হচ্ছি যে পাকিস্তানি প্রোমোটার, ভারতীয় গোয়েন্দা সংস্থা যাকে খুঁজছে, যে ভারতে নিষিদ্ধ, হিউস্টনের বস্ন্যাকলিস্টেড ব্যবসায়, এমনকি বলিউড তারকাদেরও তার সঙ্গে কাজ করা নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেখানে মাধুরী ওই ব্যক্তির সঙ্গে কেন কাজ করছেন? অভিনেত্রী নিজে কিংবা তার পরিবারের কি কেউ এ বিষয়ে আলোকপাত করতে পারবেন? আশা করি তিনি \হওই অনুষ্ঠানে যোগ দেবেন না।' সুনন্দা বলিষ্ঠের সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি! নেটিজেনদের একাংশ সেই পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন মাধুরীর বিরুদ্ধে। একবাক্যে সবাই তাকে ভারতে নিষিদ্ধ জঙ্গি ঘনিষ্ঠ রেহান সিদ্দিকির ওই অনুষ্ঠান বয়কট করার আরজি জানিয়েছেন। যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনো কোনো রকম প্রতিক্রিয়া জানাননি। কয়েকদিন আগে স্বামীকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন মাধুরী দীক্ষিত। বহুদিন পর কলকাতায় পা রাখায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এই নায়িকা। কলকাতা যে তার অন্যতম প্রিয় শহর, তা আগেও জানিয়েছেন। কলকাতায় পা রেখে তার একই অভিব্যক্তি। সূত্রের খবর, জনপ্রিয় এক ব্র্যান্ডের প্রচারেই তিনি শহরে পা রেখেছেন। তবে বিমানবন্দর থেকে তার গন্তব্য কোথায়, তা অবশ্য জানা যায়নি। কয়েকদিন আগেই কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরির 'ভুলভুলাইয়া' ছবির শুটিং শেষ করেছেন মাধুরী। তার হাতে রয়েছে বেশ কিছু সিরিজ ও সিনেমার প্রোজেক্ট। তারই মাঝে নিয়মিত রিয়ালিটি শোয়ের বিচারকও তিনি। সব মিলিয়ে মাধুরী এখন দারুণ ব্যস্ত।