সানি দেওলে মুগ্ধ ভক্তরা

প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
সানি দেওলের ভক্তরা তার প্রতিটি আপডেটের জন্য অপেক্ষা করে থাকেন। ক্যারিয়ারে তিনি এমন অনেক চরিত্রে অভিনয় করেছেন, যা দিয়ে তিনি ভক্তদের পাগল করেছেন। নতুন করে নিজের ফিট লুকের মাধ্যমে ভক্তদের মন জয় করছেন তিনি। সানি দেওল ইন্ডাস্ট্রিতে তার ড্যাশিং লুক এবং ফিটনেসের জন্যও পরিচিত। সোশ্যাল মিডিয়াতেও তিনি তার ভক্তদের খুশি করার কোনো সুযোগ ছাড়েন না। সম্প্র্রতি নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে তার ফিট লুক দেখে ভক্তরা তার যৌবনের দিনগুলোর কথা মনে রেখেছেন। এছাড়া তিনি তার ফিটনেসের দিকেও বেশি মনোযোগ দেন। বয়সের এই পর্যায়েও তিনি তার ফিটনেস দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন। সম্প্র্রতি সানি তার ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন। এই রিলে সানি দেওলের অনেক লুক দেখা যাচ্ছে। ভক্তরা অভিনেতার এই রিলটি পছন্দ করেছেন।