শুধু আমার কাজকে ভালোবাসি : সালমা

প্রকাশ | ০৯ জুলাই ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
ঈদের পর এরই মধ্যে ফের কাজে ফিরেছেন সঙ্গীতশিল্পীরা। নতুন গান যেমন প্রকাশ হচ্ছে, তেমনি স্টেজ শোতেও ব্যস্ত শিল্পীরা। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে অনেকের চেয়ে রেকর্ডিংয়ে তার ব্যস্ততাটা একটু বেশি। কারণ, নিজের চ্যানেলের বাইরেও বিভিন্ন পুরনো নতুন কোম্পানির সঙ্গে কাজ করছেন এই শিল্পী। নিয়মিতই বিভিন্ন গীতিকার-সুরকারদের কথা-সুরে করছেন গান। গেল ঈদেও বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে তার। এদিকে ক'দিন আগেই ফেসবুকে নিজের মনের কথা ব্যক্ত করতে গিয়ে এই শিল্পী লিখেছেন, 'শরীরটাকে প্রদর্শন করে কাজ কর না। ক্ষমতা থাকলে কাজটাকে পুঁজি কর। ১৯ বছরে কম দেখলাম না। যোগ্যতা দিয়ে কাজ করছি। কারও আগেও নাই, পিছেও নাই। আমি শুধু আমার কাজকে ভালোবাসি। পারলে নিজের ২০টি মৌলিক গান রেডি কর।' কিন্তু হঠাৎ সালমা এ রকম পোস্ট কেন দিলেন? উত্তরে এই শিল্পী বলেন, কারও আমি নিজের শত্রম্ন ভাবি না। কিংবা কারও সঙ্গে দ্বন্দ্ব নেই। সবার সঙ্গেই আমার সম্পর্ক ভালো। আর এটা ব্যক্তিগতভাবে, কাউকে উদ্দেশ্য করে লেখা না। বরঞ্চ আমার মনে হয়েছে অনেকেই গানটাকে পুঁজি করে এ ধরনের কাজ করছে। যদিও তাদের সংখ্যা কম। কিন্তু গান ভালোবাসার জায়গা, পরিত্র জায়গা। গানের জায়গাটাকে কলুষিত করা ঠিক না। যোগ্যতা দিয়েই কাজ করা উচিত বলে মনে করি। এদিকে সালমা গণমাধ্যমকে আরও বলেন, শিল্পী হওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। বিষয়টা অনেক কঠিন, অনেক সাধনার। আমি ১৯ বছর কাটিয়েছি ইন্ডাস্ট্রিতে। শিল্পী হতে পেরেছি কিনা, জানি না। তবে চেষ্টা অব্যাহত আছে। গান তো সাধনা, গুরুমুখী বিদ্যা। সারা জীবন শিখে যেতে চাই। এদিকে সালমার হাতে রয়েছে বেশ কয়েকটি অডিও রেকর্ডিংয়ের কাজ। এগুলোতে আগামী কয়েকদিন কণ্ঠ দেবেন বলে জানালেন তিনি। অন্যদিকে আজই মির্জাপুরের একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে সালমার।