মঞ্চে প্রথমবার নির্দেশনায় ফারুক আহমেদ

প্রকাশ | ১৩ জুলাই ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন অভিনেতা ফারুক আহমেদ। অভিনয়ের ক্যারিয়ারে টেলিভিশন নাটকের পাশাপাশি দীর্ঘ সময় মঞ্চনাটকে অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা। চলচ্চিত্রেও সরব উপস্থিতি রয়েছে তার। প্রায় ২৫ বছর ঢাকা থিয়েটারে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ সময় মঞ্চে অভিনয় করলেও ঢাকা থিয়েটারে কোনো নাটক নির্দেশনায় দেখা যায়নি তাকে। যদিও তিনি এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন। তবে এবারই প্রথম ঢাকা থিয়েটারে 'রঙমহাল' নামক একটি নাটকে নির্দেশনা দেবেন। বর্তমানে নাটকটির মহড়া চলছে। এটি লিখেছেন নাট্যকার রুবাইয়াৎ আহমেদ। ঢাকা থিয়েটারে ফারুক আহমেদ নির্দেশিত রঙমহাল নাটক সম্পর্কে গণমাধ্যমকে বলেন, '?আমি দীর্ঘদিন ঢাকা থিয়েটারের সঙ্গে ছিলাম। একনাগাড়ে ২৫ বছর ঢাকা থিয়েটারে অভিনয় করেছি। আমার ক্যারিয়ারে অভিনয়টা ছিল প্রধান। এ কারণে এত বছর অভিনয় করেছি। ঢাকা থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করলেও কখনো কোনো নাটকে নির্দেশনা দিইনি। এবার সেখান থেকে বলা হলো আমাকে একটি নাটক নির্দেশনা দেওয়ার জন্য। এ হিসেবে নির্দেশনা দেওয়া। ?আমার ক্যারিয়ারের বিশাল একটা সময় মঞ্চনাটকের সঙ্গে ছিলাম। ঢাকা থিয়েটারে দীর্ঘ ২৫ বছরে কোনো নাটক আমার বাদ যায়নি। তবে হুমায়ূন আহমেদের নাটক করতে গিয়ে কিছুদিন বাদ পড়েছিল। পরবর্তী সময়ে তিনি ছাড়াও বাইরের আরও নাটক করেছি। এখন নাটক একটু কম করি। বাচ্চু ভাইয়ের মতো একজন মানুষ আমাকে বলেছেন নাটকটি নির্দেশনা দেওয়ার জন্য। যেহেতু বিশ্ববিদ্যালয়ে থাকাকালে এমন অভিজ্ঞতা ছিল, তাই এ নাটকে নির্দেশনা দিচ্ছি।'