হৃতিকের 'ওয়ার ২' ছবিতে থাকছে বড় চমক

প্রকাশ | ১৩ জুলাই ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
যশরাজ স্পাইভার্সের আগামী ছবি হিসেবে আসতে চলেছে 'ওয়ার ২'। সেখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ মেজর কবীরের চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। অভিনেতা এই ছবির দ্বিতীয় সিডিউলের কাজ শুরু করেছেন। ছবিটির পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। দ্বিতীয় সিডিউলে অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে। এই সিডিউলে হৃতিকের সঙ্গে যোগ দেবেন জুনিয়র এনটিআরকে। তাকে এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, হৃতিক রোশন ওয়ার ২ ছবির দ্বিতীয় সিডিউলের শুটিং শুরু করেছেন। এটা একেবারে ননস্টপ অ্যাকশন দৃশ্যের শুটিং সিডিউল। হৃতিক এবং জুনিয়র এনটিআরের অ্যাকশনে দৃশ্যগুলো শুট করা হবে। আপাতত হৃতিক শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআরও শিগগিরই শুটিংয়ে জয়েন করবেন। ওয়ার ২ ছবিটি যশরাজ স্পাইভার্সের ষষ্ঠ ছবি হতে চলেছে। এর আগে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, টাইগার ৩, পাঠান, ওয়ার। এছাড়া প্রথম মহিলাকেন্দ্রিক স্পাই ছবিও আসছে। উলেস্নখ্য, চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র ঋত্বিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং একদক্ষ নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের অন্যতম। ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। হৃতিক সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম এবং ২০১২ সালে তার আয় ও জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস সাময়িকীর ১০০ ভারতীয় তারকার তালিকায় তার নাম ওঠে আসে। এছাড়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির জরিপে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন।