সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নান্দনিক প্রতিবাদে রাজপথে শিল্পী সমাজ

বিনোদন রিপোর্ট
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
নান্দনিক প্রতিবাদে রাজপথে শিল্পী সমাজ

শিল্পীদের নিয়ে আরও কয়েকটি প্রতিবাদ হয়েছে রাজপথে। যেখানে হাজির ছিলেন বড়সড় তারকাদের অনেকেই। সেই ধারাবাহিকতায় শুক্রবার 'গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজ'-এর ব্যানারে হয়েছে আরেকটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ।

জনতায় আস্থা, স্বৈরতন্ত্রে অনাস্থা- স্স্নোগানে সাজানো বৃষ্টিস্নাত এই সমাবেশে বড়সড় তারকার উপস্থিতি না দেখা গেলেও পুরো আয়োজনটি হয়ে উঠেছিল নান্দনিক। এবার মনে হলো, প্রতিবাদটি শিল্পীদের ! যেমনটা দেখা মেলেনি অন্য প্রতিবাদগুলোতে। কারণ সেখানে তারকারা নিজের আলোতেই আলোকিত করেছেন, শিল্পের আর প্রয়োজন পড়েনি!

এই প্রতিবাদ সভা থেকেও একই প্রতিধ্বনি মিলেছে। সরকারের প্রতি অনাস্থা প্রকাশ আর প্রতিটি হত্যার বিচার চাইছেন তারা।

শুক্রবার সকাল ১১টায় তুমুল বৃষ্টি উপেক্ষা করে এই প্রতিবাদে হাজির ছিলেন 'রাজধানী' সিনেমার নায়িকা সুমনা সোমা, সঙ্গীতশিল্পী অরূপ রাহী, অভিনেতা জিতু আহসান, দীপক সুমন, নির্মাতা ইমেল হক, অধ্যাপক-সাহিত্যিক মানস চৌধুরী, সাংবাদিক-সমালোচক মাহবুব মোর্শেদসহ সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য মানুষ।

বৃষ্টিতে ভিজে সড়কে তাদের নান্দনিক ব্যানার, ফেস্টুন আর প্রতীকী অংকনে ফুটে উঠেছে চলমান রক্তাক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে