বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দাম্পত্য জীবনে ইতি টানলেন কে-পপতারকা

বিনোদন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০
দাম্পত্য জীবনে ইতি টানলেন কে-পপতারকা
দাম্পত্য জীবনে ইতি টানলেন কে-পপতারকা

বেসবল খেলোয়াড় হোয়াং জে গিয়োনের সঙ্গে দুই বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন কে-পপ গায়িকা জিইঅন। বিচ্ছেদের ঘোষণার পর ইনস্টাগ্রাম থেকে দুজন দুজনের ছবি সরিয়ে ফেলেন। গার্ল গ্রম্নপ টি-আরার গায়িকার আইনজীবী চোই ইউ না জানান, বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন জিইঅন। আইনজীবী বলেন, 'দুজনের মতপার্থক্যের জন্য বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের আবেদনের পর দুজন আলাদা থাকবেন।' বিবিসি জানিয়েছে, দক্ষিণ সিউলের পারিবারিক আদালতে বিষয়টির সুরাহার আবেদন করেছেন তারা। কেউই কারও বিরুদ্ধে কোনো অভিযোগ ও মামলা করবেন না। ২০২২ সালের ফেব্রম্নয়ারিতে দুজনের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে এসেছিলেন তারা। সেই বছর ডিসেম্বরে বিয়ে সেরেছেন এই জুটি। এ বছরে জুনে দুজনের সম্পর্কের টানাপড়েনের খবর প্রকাশ্যে আসে। তারপরই এই বিচ্ছেদের ঘোষণা এলো। ২০০৯ সালে টি-আরার সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন জিইঅন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে