সাক্ষাৎকার

এখন থেকে নিয়মিত কাজ করব

এই আছে, এই নেই। মিডিয়ায় এভাবেই চলছে সারিকার দিন। হুট-হাট মিডিয়া থেকে চলে যাওয়া আবার ফিরে আসা যেন একটা ধারা চালু হয়েছে তার। এই তো কিছুদিন আগে আবার উধাও হয়ে যাওয়ার পর সম্প্রতি কাজে ফিরেছেন তিনি। প্রত্যাবর্তন ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৯ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সারিকা
ফেরার অনুভূতি... অনেক দিন পরে নাটকে কাজ করে ভালো লাগছে। চেনা পরিবেশ, চেনা মানুষ সব মিলিয়ে অসাধারণ। আমি সব সময়ই কাজের মধ্যে থাকতে চাই, কাজ করতে চাই। নানাবিধ কারণে মাঝের কিছুটা সময় করতে পারিনি। তবে সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে, দর্শকরা আমাকে ভুলে যাইনি। তারা আমার জন্য অপেক্ষা করেছে। এক জীবনে আর কী চাই? \হ চুল তার কবে কার... বেশ কয়েক দিন ধরেই পরিচালক তুহিন হোসেনের সঙ্গে কথা হচ্ছিল। তার সঙ্গে আগেও কাজ করেছি। ফলে তার ওপর আস্থা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গল্পটা। 'চুল তার কবে কার' শিরোনামের টেলিফেল্মের গল্প এতটাই চমৎকার, আমি পরিচালককে না বলতে পারিনি। আপাতত টেলিফিল্মের গল্প ও আমার চরিত্র নিয়ে খোলাসা করে বলতে চাচ্ছি না। এই ঈদে একটি বেসরকারি টেলিভিশনে এটি প্রচারিত হবে। ততদিন সারপ্রাইজটা তোলা থাক। শুধু এতটুকুই বলতে চাই, কাজটি করে আমি যেমন মজা পেয়েছি, দর্শকরা দেখেও মজা পাবে। বিরতির নেপথ্যে... তখন সত্যিকার অর্থেই আমার বিরতির প্রয়োজন ছিল। প্রত্যেকটি মানুষেরই ছুটি নেয়ার অধিকার আছে। তাই ছুটি নিয়েছিলাম। সত্যি বলতে, নিজেকে সময় দেয়ার জন্যই বিরতি নিয়েছিলাম। বিরতি মানে, ঘরে চুপ মেরে বসে থাকা নয়, বিভিন্ন কাজ করেছি। হয়তো সেগুলো মিডিয়াকেন্দ্রিক নয়। আমার পরিবার, বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটিয়েছে। নিজেকে প্রস্তুত করেছি নতুনভাবে ফেরার জন্য। নিয়মিত... নতুন করে আবার শুরু করেছি। এখন থেকে নিয়মিত কাজ করব। বাকিটা সময়ই বলে দেবে। ভালো গল্প পেলে সব মাধ্যমেই কাজ করার ইচ্ছা আছে। কাজ তো করি দর্শকদের জন্যই। তারা চাইছে আমি কাজ করি, তাই ফেরা। নাটক দেখা... বর্তমান টিভি নাটকের অবস্থা সত্যিই অনেক ভালো। দুর্দান্ত সব গল্প নিয়ে এখনকার টিভি নাটকগুলো নির্মাণ হচ্ছে। নতুনদের মধ্যে অনেক মেধাবী অভিনেতা অভিনেত্রী আছে। আমি সময় পেলেই নাটক দেখি। নিজের অভিনীত নাটকগুলোর পাশাপাশি অন্যদেরটাও দেখি।