কানে 'পেনিলোপি দু্যতি'

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পেনেলোপি ক্রুজ
বিনোদন রিপোর্ট কান চলচ্চিত্র উৎসবে দূ্যতি ছড়ালেন হলিউড অভিনেত্রী পেনেলোপি ক্রুজ। দীর্ঘদিন পর পেনেলোপিকে দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শনিবার রাতে উৎসবে প্রদর্শন হয় তার অভিনীত 'পেইন অ্যান্ড গেস্নারি' সিনেমাটি। এ জন্য অনেকটা আগেই হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেছেন স্প্যানিশ চলচ্চিত্রকার পেদ্রো আলমোদোভার। 'পেনেলোপিকে গত আসরেও সামনে থেকে দেখেছি। বয়স ৪৫ ছুঁয়েছে কে বলবে! অসামান্য রূপবতী বুঝি একেই বলে। হাসিটা ভুবন ভোলানো।' এক বয়স্ক সাংবাদিক তো প্রশ্ন করার ছলে এই রূপসীর জন্য নিজের ভালো লাগার কথা জানিয়ে দিলেন অকপটে। মিলনায়তনে তখন পড়ে গেল হাসির রোল। 'পেইন অ্যান্ড গেস্নারি' ছবির কাহিনী গড়ে উঠেছে বয়স্ক ও যন্ত্রণায় ভুগতে থাকা একজন চলচ্চিত্র পরিচালককে ঘিরে। শৈশব, অতীতের প্রেম ও নিজের পুরনো ছবিগুলো দিকে ফিরে তাকায় সে। পরিচিত মানুষের সঙ্গে আবারও সাক্ষাৎ করতে থাকে এ পরিচালক। ছবিটিতে চলচ্চিত্র নির্মাতার মায়ের চরিত্রে অভিনয় করেছেন পেনেলোপি। তাকে দেখা গেছে ফ্ল্যাশব্যাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কাজটা কেন করলেন? উত্তরে পেনেলোপি বলেন, 'কৌতূহল ছিল। আমার মনে হয়, যারা সাহসের সঙ্গে নিজের সত্যিটা উপস্থাপন করেন তাদের প্রতি সম্মান জানানো দরকার। আমার ভেতরেও এমন অনুভূতি ছিল। তাই প্রশ্ন না করেই রাজি হয়েছি।'