সুবীর নন্দীর সুরে শেষ গান গাইলেন ঝিলিক

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট একুশে পদকপ্রাপ্ত সদ্য প্রয়াত বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর সুরে এর আগে ২০০৮ সালে প্রথম দুটি গান গেয়েছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠখ্যাত তারকা ঝিলিক। 'আমার কী দোষ' শিরোনামের এ অ্যালবামটি শবনম ইসলামের লেখা 'ঝরনার পানি' ও কবির বকুলের লেখা 'আকাশের বাইরে' গান দুটির সুর করেছিলেন সুবীর নন্দী। সর্বশেষ কয়েক মাস আগে ঝিলিকের জন্য নতুন একটি গানের সুর করেন তিনি। গানের শিরোনাম হচ্ছে 'চান্দের সনে মান করেছি' এবং গানটি লিখেছেন মাহমুদ মুরাদ। সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ প্রায় শেষ। আগামী ঈদে গানটি একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে বলে জানান ঝিলিক। এ বিষয়ে ঝিলিক বলেন,' সুবীর নন্দী স্যার আমাদের সঙ্গীতাঙ্গনের এক মহান শিল্পী। তার অকালে চলে যাওয়াটা আমাদের সবার জন্যই অনেক ক্ষতির। সত্যিই কিছু কিছু মহান মানুষের চলে যাওয়া আমাদের জন্য অনেক ক্ষতির- যা পূরণ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সঙ্গীতানের এই নক্ষত্রের চলে যাওয়াটা আমার জন্যও অনেক ক্ষতির। কারণ স্যার আমাকে ভীষণ স্নেহ করতেন। আমার সৌভাগ্য হয়েছিল যে স্যারকে দিয়ে আমার প্রথম অ্যালবামের দুটো গান করাতে পেরেছিলাম। সেই গান দুটি আমার সঙ্গীত জীবনের অলঙ্কার হয়ে থাকবে। স্যার চলে যাওয়ার আগে আমাকে আরেকটি গানের সুর করে দিয়েছিলেন। সেই গানটিরও কাজ শেষ করেছি। আশা করছি, স্যারের এই গানটিও আমার জীবনের এক অনন্য গান হয়ে থাকবে। আমার চলার পথে স্যার অন্যরকম এক অনুপ্রেরণা হয়েই থাকবেন সারাজীবন।'