সাক্ষাৎকার

সিংহভাগ নাটকই ভালো মানের

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় অভিষেক ঘটার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ধারাবাহিক, খন্ড নাটক, মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- সব মাধ্যমেই সরব উপস্থিতি তার। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঊর্মিলা শ্রাবন্তী কর
দম ফেলারও সময় নেই... প্রতি বছর এ সময়টায় প্রচুর কাজ করতে হয়। দর্শকরা সারা বছর আশায় থাকে, ঈদে নতুন নাটক দেখবে। দর্শক চাহিদার কথা মাথায় রেখে আমাদেরও কাজ করতে হয়। এবার সকাল আহমেদ, মাবরুর রশীদ বান্না, রানা আহমেদের পরিচালনায় বেশ কয়েকটি খন্ড নাটকে কাজ করেছি। এরপরও বিটিভির জন্য কাজ করেছি। আরও বেশ কয়েকটি নাটকের কাজ হাতে আছে। সত্যি বলতে কী, এখন দম ফেলার ফুরসত নেই। খন্ড নাটক করতে ভালো লাগে... আমি ধারাবাহিক ও খন্ড নাটক- দুই মাধ্যমেই সমানতালে কাজ করেছি। সব সময় মনে হয়েছে, গল্পের গ্রহণযোগ্যতার দিক দিয়ে খন্ড নাটক বেশ এগিয়ে। আমার ব্যক্তিগতভাবে খন্ড নাটকে অভিনয় করতে ভালো লাগে। আর ধারাবাহিক নাটকে গল্পের গভীরতা থাকে না। চরিত্র বিন্যাস ঠিক মতো হয় না। সব মিলিয়ে ধারাবাহিক নাটকে ধারাবাহিকতা নেই। আর দীর্ঘ সময় হওয়ার কারণে দর্শক ধরে রাখাও মুশকিল হয়ে যায়। সবাই ব্যস্ত। এ ব্যস্ত সময়ে যুতসই গল্প না হলে কেউ দেখবে না। তবে খন্ড নাটকে দ্রম্নত সময়ের মধ্যে ভালোমানের দৃশ্যায়ন করা হয়। ফলে খন্ড নাটকের দর্শক বেশি। দর্শকরা ভালো কাজ লুফে নিচ্ছেন... ভালো-মন্দ মিলিয়ে বর্তমান টিভি নাটকের অবস্থা চলছে। গলা ফাটিয়ে বলা উচিত হবে না, সব নাটকই ভালো হচ্ছে। এটা সত্যি, সিংহভাগ নাটকই ভালো মানের হচ্ছে। দু-একটি মানহীন কাজও বের হচ্ছে। তবে ভয়ের কারণ নেই, দর্শকরা ভালো কাজ লুফে নিচ্ছেন। স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে আগ্রহ নেই... বেশ কিছুদিন আগে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছি। ভালোই সাড়া পেয়েছিলাম। তবে এ স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে আমার আগ্রহ নেই। এতে অভিনয় করতেও ভালো লাগে না। এটা চলচ্চিত্রও নয়, আবার নাটকও নয়। নাটক ও চলচ্চিত্রের মাঝামাঝি একটি বিষয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি... অবসরে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। চেষ্টা করি নির্দিষ্ট একটি সময় পরিবারের জন্য রাখতে। তবে এখন ঈদকে সামনে রেখে প্রচুর কাজ করতে হচ্ছে বলে পরিবারকে তেমন একটা সময় দিতে পারছি না।