সংকটাপন্ন খালিদ হোসেন

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
খালিদ হোসেন
ক্রমেই অবনতির দিকে যাচ্ছে একুশে পদক পাওয়া বরেণ্য নজরুলসংগীত শিল্পী, গবেষক, স্বরলিপিকার খালিদ হোসেনের শারীরিক অবস্থা। তার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। জানা গেছে, অনেক বছর যাবৎ তিনি হৃদরোগে ভুগছেন। তার কিডনি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ফুসফুসেও সমস্যা হচ্ছে। পাশাপাশি রয়েছে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা। তিনি এখন রাজধানীর জাতীয় হৃদ?রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তার বয়স ৮৪। খালিদ হোসেনের ছেলে আসিফ হোসেন বলেন, 'আমাদের বলতে খুব কষ্ট হচ্ছে, চিকিৎসকরা জানিয়েছেন সবকিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে। তবে আমরা হাল ছাড়ছি না, তার সুস্থতার জন্য আলস্নাহর কাছে দোয়া করছি। এর আগে একাধিকবার বাবার খুব খারাপ অবস্থা হয়েছিল এবং চিকিৎসকরা আমাদের একই কথা বলেছিলেন। এরপরও বাবা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এবারও আমরা তেমনটাই আশা করছি।' হাসপাতালে গতকাল সকালে খালিদ হোসেনের ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে। এরপর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। এর আগে আসিফ হোসেন বলেছেন, 'বাবাকে চিকিৎসা দেয়ার জন্য প্রতি মাসেই হাসপাতালে আনা হয়। তখন দুই-তিন দিন তিনি হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকেন। এবারও ৪ মে ভর্তি করা হয়েছে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা বাবাকে আর ছাড়েননি।