অর্পনা রানীর ব্যতিক্রমী গল্প 'মি. পারফিউম'

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
ভিন্ন ধরনের চরিত্রে রূপদান করায় অভিনয়ে পরিবর্তনশীলতা আসে। স্বভাব-সুলভ জীবন-যাপনের বাহিরে যখন গল্প নির্মিত হয় তখনই দর্শক আনন্দ পায়। তেমনি ব্যতিক্রমী ধাঁচের গল্প নিয়ে অর্পনা রানীর রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো 'মি. পারফিউম' নামে একক নাটক। এ নাটকে অভিনয় করেছেন- আখম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, রেশমা আহমেদ, ফরিদ হোসাইন, ইশরাত জাহান প্রমুখ। গল্প প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, 'খুবই ভিন্ন ধাঁচের একটি গল্প। গতানুগতিক প্রেম-বিলাসীর বাহিরে পারিবারিক যোগসূত্রের গল্প নিয়ে নির্মান করা হয়েছে নাটকটি। অর্পনা রানী রাজবংশী বলেন, 'অতীতের ন্যায় সব সময় আমি চেষ্টা করি গল্পে নতুনত্ব আনার। এবারও তাই করেছি। দর্শকের ভালো লাগাই আসলে আমার ভালো লাগা। একজন লেখকের নিজস্ব স্বকীয়তার পরিচয় তো তখনই ফুটে উঠে, যখন দর্শকের মননশীলতায় হৃদয়াঙ্গম করা যায়।'