শুটিং ফ্লোরে অভিনয় করার সময় আহত হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। এই মুহূর্তে অভিনেতা 'হান্টার : টুটেগা নহি তোড়েগা' ওয়েব সিরিজের শুটিং করছেন। সিরিজে রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে বৃহস্পতিবার বুকের পাঁজরে চোট পেয়েছেন অভিনেতা। এ খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি জানিয়েছেন সুনীল। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা লিখেছেন, 'সামান্য আঘাত, গুরুতর কিছু নয়! আমি খুব ভালো আছি এবং পরবর্তী শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি। আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।' শুটিং ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, 'একটি জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফ্লোরে যাবতীয় নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অভিনেতার বুকে জোরে ধাক্কা লাগে।' 'ফ্লোরে উপস্থিত টিম তৎক্ষণাৎ তার প্রাথমিক চিকিৎসা করেন। ফ্লোরেই সুনীলের পাঁজরের এক্স-রে করা হয়। আপাতত চিকিৎসকরা অভিনেতাকে কয়েকদিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।' বলিউডে সিনেমা এবং ওয়েব সিরিজে ক্রমশ অ্যাকশন দৃশ্যের চাহিদা বাড়ছে। তাই প্রায়শই অভিনেতারা শুটিং ফ্লোরে চোট পাচ্ছেন। সম্প্রতি, শুটিং ফ্লোরে চোট পান দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।