টিভিতে এবার জহির রায়হানের 'শেষ বিকেলের মেয়ে'

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
'শেষ বিকেলের মেয়ে' নাটকের দৃশ্য
প্রখ্যাত ঔপন্যাসিক জহির রায়হানের 'শেষ বিকেলের মেয়ে' উপন্যাস থেকে নির্মিত হলো ঈদের নাটক। এ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, নুসরাত পাপিয়া, দিলারা জামান, মাসুম বাশার ও দিলু খান প্রমুখ। পরিচালক বলেন, 'আমি সাহিত্যনির্ভর কাজগুলো বেশি করে থাকি। এর আগে হরিশংকর জলদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন, শামসুল হকের মতো লেখকদের সাহিত্যকর্ম নিয়ে কাজ করেছি। এবার জহির রায়হানের সাহিত্য নিয়ে কাজ করলাম। তার 'শেষ বিকেলের মেয়ে' উপন্যাস থেকে অনুপ্রেরণা নিয়ে কাজটি করেছি। 'শেষ বিকেলের মেয়ে' নাটকের নামটি পরিবর্তন হতে পারে। ইতোমধ্যে এর শুটিং শেষ করেছি।' জহির রায়হানের অনেক সাহিত্যকর্ম আগে পড়লেও তার সৃষ্টিতে প্রথমবার কাজ করলেন ইরফান সাজ্জাদ। কাজটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বাসিত। সাজ্জাদ বলেন, 'ঠিকঠাকভাবে ধরে ধরে কাজটি হয়েছে। গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেয়া হয়েছে। চারদিন শুটিং হয়েছে। এমনকি মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি। কষ্ট হয়েছে কাজটি করতে। তবে শেষ করার পর দেখলাম খুব ভালো একটি কাজ হয়েছে।' বঙ্গের প্রযোজনায় নাটকটি আগামী ঈদুল ফিতরে এনটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।