চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তোড়জোড়

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
শাকিব খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠছে চলচ্চিত্রপাড়া। নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে শিল্পীদের মধ্যে। কে কোন প্যানেলে নির্বাচন করবেন তা নিয়ে চলছে আলোচনা। পক্ষ-বিপক্ষের গুঞ্জন। আগামী নির্বাচনে একাধিক প্যানেলের আভাস মিলছে। এখনো প্যানেলের বিষয়টি স্পষ্ট না হলেও সভাপতি পদে শাকিব খান ও সাধারণ সম্পাদক পদে ডি এ তায়েব মিলে একটি প্যানেল করবেন বলে খবর শোনা যাচ্ছে। এর আগে পরপর দুবার সভাপতির দায়িত্ব পালন করেছেন শাকিব খান। চলতি মেয়াদে তিনি নির্বাচন করেননি। তবে এবার সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। এ নিয়ে অভিনেতা ডি এ তায়েব যায়যায়দিনকে বলেন, 'শাকিব খান চান আমি তার সঙ্গে নির্বাচন করি। তার মতো এতবড় একজন তারকা আমাকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাওয়ার কথা এটি আমার জন্য বিরাট সম্মানের। আমরা দুজন নির্বাচন করলে শাকিব খান সভাপতি পদে আর আমি নির্বাচন করব সাধারণ সম্পাদক পদে। চলচ্চিত্রের অনেক শিল্পীই আমাকে বলেছেন নির্বাচন করতে। তারা মনে করছেন আমার দ্বারা চলচ্চিত্রের ভালো কিছু হবে। আমি নির্বাচন করি বা না করি চলচ্চিত্রের জন্য ভালো কিছু করতে চাই। কিন্তু নির্বাচনের বিষয়ে আমি এখনো ভাবছি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। এখনো তো সময় আছে দেখা যাক কি হয়।' এদিকে চলতি কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও সাধারণ সম্পাদক পদেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, 'এবারও আমি ও মিশা সওদাগর একই প্যানেলে নির্বাচন করব। মিশা সওদাগর সভাপতি পদে আর আমি সাধারণ সম্পাদক পদেই আবার নির্বাচন করব।' রিয়াজ এবার সভাপতি পদে লড়তে পারেন বলে গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে তিনি যায়যায়দিনকে বলেন, 'আমি এবারের নির্বাচন নিয়ে এখনো কিছু ভাবিনি। এখনো তো অনেক সময় আছে। সময় হোক তখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। আগেই কিছু বলতে চাই না। নির্বাচন করলে কোন পেদ করব তা তখনই জানা যাবে।' শোনা যাচ্ছে ওমর সানী-অমীত হাসান দুজনে এক প্যানেলে নির্বাচন করবেন। সভাপতি পদে ওমর সানী এবং অমিত হাসান সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের যেকোনো একটি পদে প্রার্থী হবেন। এ নিয়ে অমিত হাসান জানালেন অন্য কথা। তিনি বলেন, ওমর সানীর সঙ্গে একই প্যানেলে নির্বাচন করব খবরটি সঠিক নয়। তবে আমি এবার নির্বাচন করব বলে মনস্থির করেছি। আমি এখন গ্রামের বাড়ি টাংগাইলে আছি। কয়েকদিন থাকব। ঈদ করব ঢাকায়। আমার ২৭ তারিখে শুটিং আছে। চলবে ৪ জুন পর্যন্ত। ঢাকায় ফিরে ২৭ মে'র পর আমি ও শাকিব খান বসে নির্বাচন নিয়ে আলোচনা করব। দুজনে একই প্যানেলে নির্বাচন করার ইচ্ছে আছে। শাকিব খান সভাপতি পদে হলে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব।' সাইমন সাদিক এবারও নির্বাচন করবেন বলে খরব রটেছে। তিনি বলেন, 'নির্বাচনের ব্যাপারে আমি এখনো চিন্তা করিনি। এখন রোজার মাস চলছে, সামনে ঈদ। এরপর বিষয়টি নিয়ে ভেবে দেখব। কোন প্যানেলে কোন পদে নির্বাচন করব তা তখনই জানা যাবে।' এদিকে, দুই বছর মেয়াদের (২০১৭-১৯) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ৫ মে। শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ১২ মে। সেই হিসেবে এই কমিটির বয়স দুই বছর অতিক্রম করেছে। নির্বাচন যথাসময়ে হবে কিনা এমন প্রশ্নে উত্তরে জায়েদ বলেন, মেয়াদ শেষ হওয়ারই অনেক সময় বাকি এখনো। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন হবে। ৫ তারিখে নির্বাচনের পর ২০১৭ সালের ২৫ মে থেকে শিল্পী সমিতির নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। সেই হিসেবে এই কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৫ মে। মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে সভাপতি যেদিন ইচ্ছা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন।' প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ মে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। সেখানে মিশা-জায়েদ প্যানেল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়।