সাক্ষাৎকার

এবারের ঈদটা হবে বিশেষ

হালের ব্যস্ততম অভিনেত্রীদের একজন শবনম ফারিয়া। অল্প সময়েই নাট্যাঙ্গনে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। চলচ্চিত্রেও দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শবনম ফারিয়া
চলমান ব্যস্ততা... একবার ভেবেছিলাম এই ঈদে কাজ করব না। তাও করতে হচ্ছে। সত্যি বলতে কী, না করেও উপায় নেই। আমি অভিনয়ের মানুষ। অভিনয় ছাড়া কিছুই পারি না (হাসি)। এবার ঈদে বেশ কয়েকটি কাজ করেছি। তার মধ্যে মোস্তফা কামাল রাজ, মিফতাউর রহমান ও ইমরাউল রাফাত ভাইয়ের কাজ আমার কাছে ব্যতিক্রমী মনে হয়েছে। এসব নাটকে আমার সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুব ও তাহসান খানকে দেখা যাবে। এছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে 'খোর' সিরিজের এবারের কিস্তিতে অভিনয় করেছি। সম্প্রতি থাইল্যান্ড থেকে তিন পর্বের একটি নাটকের শুটিং শেষ করে আসলাম। সব মিলিয়ে ঈদ নাটক নিয়ে প্রচন্ড ব্যস্ত। ঈদ পরিকল্পনা... বিয়ের পর প্রথম ঈদ। তাই এবারের ঈদটা বিশেষ। এর কারণ হচ্ছে, এবার দুই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করব। আগে তো শুধু নিজের বাসায় ঈদ করতাম, প্রথমবারের মতো এবার শ্বশুরবাড়িতে ঈদ করছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এবার ঈদ সালামির পরিমাণ বেড়ে যাবে। সব মিলিয়ে একটু খুশি খুশি লাগছে। ঈদের পর... পরিকল্পনা ছিল ঈদের পর বেশ কয়েকটা দিন বরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াব। তবে কাজের যে চাপ, বুঝতে পারছি না ঠিক সময় যাওয়া হবে কি-না। দু'জনই চেষ্টা করছি যাতে ভ্যাকেশনটা সুন্দরভাবে কাটাতে পারি। অভিনয় করে যেতে চাই... আমার ক্যারিয়ারে 'দেবী' চলচ্চিত্র একটি টার্নিং পয়েন্ট। দর্শকের সামনে নিজেকেই ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। এ সুযোগটি পেয়ে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দেবী করার পর অনেক চিত্রনাট্যই আমার হাতে এসেছে। আরও বেশকিছু ছবির প্রস্তাব পেয়েছি। তবে গল্প, পরিচালক ও আমার চরিত্র সব ব্যাটে-বলে মিলে গেলে নতুনভাবে বড় পর্দায় দেখা যেতে পারে। অভিনয়ের ক্ষুধা আছে। দীর্ঘদিন ভালো মানের, ভালো গল্পে অভিনয় করে যেতে চাই।