সাক্ষাৎকার

ব্যতিক্রমী চরিত্রে কাজ করছি

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন বহুবার। বর্তমান ঈদ নাটকের ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আ খ ম হাসান
কথা বলার সময় নেই ... এত কাজের চাপ, ঠিকমতো কাউকে সময়ও দিতে পারছি না। অন্যান্য সময়ের চেয়ে এবার খন্ড ও বিশেষ ধারাবাহিক নাটক বেশি নির্মিত হচ্ছে। যেহেতু নাটকই বেশি নির্মিত হচ্ছে, ফলে আমাদেরও কাজের চাপ বেশি বেশি নিতে হচ্ছে। হঠাৎ করে নাটকগুলোর নাম বলা সম্ভব নয়। এতে ভুল হতে পারে। তবে সম্প্রতি মাবরুর রশীদ বান্নার চারটি খন্ড নাটকে অভিনয় করেছি। বেশ চমৎকার ছিল চিত্রনাট্য। যদিও বান্না সবসময় গতানুগতিক ধারার বাহিরে গিয়ে গল্প বলার চেষ্টা করে, এবারো তাই করেছে। বেশি কাজে মান কমে না... অধিক নাটকে অভিনয় করলে অভিনয়ের মান ঠিকঠাক থাকবে না, এমনটি আমার কখনোই মনে হয়নি। ভিন্ন ভিন্ন গল্প, সহশিল্পী, পরিচালক ও যিনি অভিনয় করছেন তার ব্যক্তিগত দক্ষতার ওপর অভিনয়ের মান নির্ভর করে। আমাদের নাট্যাঙ্গনে অনেকই আছেন যারা বিগত সময় ঈদ আয়োজনে ৩০-৪০টি নাটকে কাজ করেছেন সমান তালে। দর্শকও তাদের ভালোভাবেই গ্রহণ করেছেন। সুতরাং বেশি কাজে মান কমবে না। ভুল ধারণা... অনেকই মনে করেন আ খ ম হাসান মানেই কমেডি নাটক। এই ধারণাটি ভুল। গল্প ও চরিত্রের প্রয়োজনে আমাকে কমেডি করতে হয়েছে বেশ কিছু নাটকে। তার মানে এই নয়, আমি কমেডি চরিত্রের বাইরে অন্য কিছু করিনি। বৌভাত, জার্নি বাই পলিটিক্স সেকশনসহ বহু নাটক আছে যেখানে কমেডির বাইরেও ব্যতিক্রমী চরিত্রে কাজ করেছি। ভালোর শেষ নেই... আমাদের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই। তেমনি নাট্যাঙ্গনেও ভালোর শেষ নেই। দেখা গেল একজন নির্মাতা খুব যত্ন নিয়ে নাটক তৈরি করেছেন, দর্শক সেটা পছন্দ করল না। অন্যজন কিছুটা কম খেটে নাটক তৈরি করল- দর্শক সেটাই পছন্দ করল। তাই আমার কাছে ভালো বা মন্দ বলে কোনো কাজ নেই। সব কাজই ভালো। পরিকল্পনা... ঈদের দিন সকালে উঠে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ পড়তে যাব। তার পরে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাব। এ দিনে হাতে কোনো কাজ রাখি না। এ ছাড়া ঈদ উপলক্ষে বিশেষ কোনো পরিকল্পনা নেই। প্রতিবার যা করি, এবারো তাই করব।