সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইসলাম ধর্ম গ্রহণ করলেন তামিল নায়ক রাম চরণ! বিনোদন ডেস্ক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় তামিল নায়ক রাম চরণ। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ছবিতে দেখা যায় রাম চরণ সাদা রঙের টুপি পরে কোনো একটি সামাজিক অনুষ্ঠানে দোয়া ধরেছেন। তাকে ঘিরে আছেন তার অনুসারীরা। ভাইরাল হওয়া ফেসবুক স্টাটাসে লেখা রয়েছে, 'ইসলাম ধর্ম যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এই বার্তাটি সারাবিশ্বের কাছে আরও একবার পৌঁছে দিতেই এই রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তামিল ছবির জনপ্রিয় নায়ক আমার প্রিয় রাম চরণ। সত্যিই আনন্দে বুকটা ভরে গেল। তবে ছবিতে টুপি পরা অবস্থায় দেখা গেলেও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন সংবাদের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। উলেস্নখ্য, বলিউডের অনেক তারকাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছে সাইফ আলি খানের স্ত্রী বলিউড তারকা কারিনা কাপুর। এ ছাড়াও রয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। আছেন হেমা মালিনী, সাইফ আলির মা শর্মিলা ঠাকুর, অমৃতা সিং এবং আয়েশা টাকিয়াসহ আরও অনেকেই। নতুন পরিচয়ে ফারিয়া বিনোদন রিপোর্ট স্বাস্থ্য সুরক্ষায় নারীর কী করণীয়- এবার তারই পরামর্শ দেবেন অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। এ উপলক্ষে সম্প্রতি একটি টয়লেট্রিজ পণ্যের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এরই মধ্যে পণ্যের বিপণন প্রতিষ্ঠান এসএমসির সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে। রাজধানী বনানীর এসএমসির কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে এসএমসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। ফারিয়া বলেন, ''নারীদের পাশে দাঁড়াতে সবসময়ই ভালো লাগে। 'জয়া'র মাধ্যমে নারীদের স্বাস্থ্যসচেতন করার সুযোগ কিছুটা হলেও হবে। আশা করছি, আমার এই নতুন দায়িত্বের মাধ্যমে নারীদের চলার পথে আলো জ্বালাতে পারব।'' শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি ফারিয়া এখন ব্যস্ত শামীম আহমেদ রনির 'শাহেনশাহ' ছবির কাজ নিয়ে। সত্য ঘটনা অবলম্বনে 'মানি হানি' বিনোদন রিপোর্ট আসন্ন ঈদকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে 'মানি হানি'! একটি দুর্র্ধর্ষ ডাকাতির কাহিনী নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এক শহুরে চরিত্র ঘিরে ঘটে চলা বিচিত্র সব ঘটনা উঠে আসবে এখানে। এই সিরিজটি ওয়েব পস্ন্যাটফর্ম হইচইয়ে প্রকাশ করা হবে। সিরিজটিতে মুখ্য চরিত্রগুলোয় অভিনয় করেছেন শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম, নাজিবা বাশার প্রমুখ। 'মানি হানি' নিয়ে বেশ উচ্ছ্বসিত শ্যামল মাওলা। তিনি বলেন, 'মানি হানি' এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশন ছাড়াও 'মানি হানি'র শুটিং হয়েছে মানিকগঞ্জ, এফডিসি, কুষ্টিয়া, মাওয়া ও গাজীপুর। 'মানি হানি'র দুর্দান্ত গল্প আর অনন্য উপস্থাপনার জন্য দর্শকরা দারুণভাবে উপভোগ করতে পারবেন বলে আমি আশাবাদী।' 'মানি হানি'র গল্প গড়ে উঠেছে ৩২ বছর বয়সি ডিভোর্সি ও পেশায় শেয়ার ব্যবসায়ী শাহরিয়ার কবিরকে ঘিরে। জীবন তার জুয়া, পার্টি, নারী আর অ্যালকোহলে পূর্ণ। বাক্‌পটুতায় যে কাউকেই নিজের প্রেমের ফাঁদে ফেলতে সক্ষম শাহরিয়ার। রঙিন জীবনের নানা উপকরণ আর শেয়ারবাজারের ব্যবসা থেকে আসা মোটা টাকা আয়, সব মিলিয়েই বেশ জৌলুসেই কাটছিল তার জীবন। হুট করেই একদিন শেয়ারবাজারে নেমে আসে বড় ধস। শেয়ারবাজারে ধসের সঙ্গে সঙ্গে তার জীবনেও নেমে আসে বিপর্যয়। এমন এক অবস্থা থেকেই যাত্রা শুরু এই গল্পটির! আসছে ঈদুল ফিতরের পরপরই হইচইয়ে ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।