দ্বৈত চরিত্র নিয়ে ফিরলেন আইরিন

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল চিত্রনায়িকা আইরিন সুলতানা অভিনীত সর্বশেষ সিনেমা 'কাগজ'। মাঝে প্রায় দুই বছর বড় পর্দায় দেখা যায়নি তাকে। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা 'দুনিয়া'। এ সিনেমা মুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ফের আলোচনায় আইরিন। মাঝে মিডিয়ার কাজ থেকে খানিকটা দূরেই ছিলেন এ অভিনেত্রী। চাকরি নিয়েছিলেন, বছরখানেক আগে চাকরি ছেড়েছেন। তবে হঠাৎ করেই ঘোষণা আসে তার অভিনীত 'দুনিয়া' নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরপরই আলোচনায় তিনি। এতে আনিসুর রাহমান মিলন ও নিরবের সঙ্গে অভিনয় করেছেন আইরিন। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। সিনেমা মুক্তি প্রসঙ্গে আইরিন বলেন, সিনেমার কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য বেশ অপেক্ষা করতে হয়েছে। সপ্তাহখানেক আগে জানতে পেরেছি, সিনেমাটি মুক্তি পাচ্ছে। শোনার পরই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি প্রেক্ষাগৃহে দেখার। অবশেষে শুক্রবার দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখার সুযোগ হয়েছে। সবার কাছ থেকে কাজটির বেশ প্রশংসা পাচ্ছি। তিনি আরও বলেন, 'সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল 'টার্গেট'; পরে ছবিটির নাম পরিবর্তন করে দুনিয়া রাখা হয়েছে। এখানে আমি অভিনয় করেছি দ্বৈত চরিত্রে। একটি চরিত্র আধুনিক; শহুরে। আরেকটি চরিত্র মফস্বলের মেয়ের। পরিচালক চন্দন ভাইয়ের সঙ্গে আমি আগেও কাজ করেছি। তিনি দর্শকের পালস বোঝেন। তার পরিচালিত প্রথম ছবি 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল'-এ আমি অভিনয় করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি, দর্শক নিরাশ হবেন না। তা ছাড়া তারকাবহুল এই ছবিতে কিন্তু আনিসুর রহমান মিলন ভাই, মিশা সওদাগর ভাই, নিরব, অমৃতারাও আছেন। তাদেরও তো নিজস্ব ভক্ত আছে। আমিও আমার জায়গা থেকে সেরা অভিনয়ের চেষ্টা করেছি। সব মিলিয়ে দর্শক নিরাশ হবেন না বলে মনে করি। আইরিন বেশ আগে নতুন কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন। এর মধ্যে অনেক সিনেমা সেন্সরও হয়ে আছে। এগুলো হয়তো সামনে মুক্তি পাবে। ২০০৮ সালের 'প্যান্টেন ইউ গট দ্য লুক' প্রতিযোগিতায় 'সেরা হাসি' পুরস্কার পাওয়ার পর থেকে শোবিজে যাত্রা শুরু হয় আইরিনের।র্ যাম্প মডেল হিসেবে দেশে এবং বিদেশে বহু মঞ্চ মাতিয়েছেন তিনি। এরপরর্ যাম্প থেকে চলচ্চিত্রে মনোযোগী হয়েছেন আইরিন। চলচ্চিত্রে আইরিনের পথচলা শুরু হয় ২০১৩ সালে 'ভালোবাসা জিন্দাবাদ' সিনেমার মাধ্যমে। এরপর 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল', 'এক পৃথিবী প্রেম', 'টাইম মেশিন', 'ইউটার্ন', 'মায়াবীনি', 'পদ্মার প্রেম', 'গন্তব্য'সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয় আইরিন। দেশের গন্ডি পেরিয়ে কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন আইরিন। চলচ্চিত্রের এই গস্ন্যামার গার্ল ওটিটি পস্ন্যাটফর্মেও বেশ আলোচিত। আইরিন অভিনীত ওয়েব সিরিজের মধ্যে রয়েছে 'পার্টনার' 'ট্র্যাপড', 'ধোঁকা'। এর মধ্যে 'ধোঁকা' ওয়েব সিরিজে বিকিনি পরে ব্যাপক আলোচিত হোন। 'ট্র্যাপড' ওয়েব সিরিজেও খোলামেলা দৃশ্যে দেখা দিয়েছিলেন। এ অভিনেত্রী খোলামেলা পোশাকে ফটোশুট করেও ব্যাপক আলোচনায় আসেন। এ নিয়ে প্রায়ই তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের আগে আইরিন টিভি নাটকে অভিনয় করেছেন। 'ম্যানপাওয়ার' তার অভিনীত প্রথম প্রচারিত নাটক। আইরিন অভিনীত উলেস্নখযোগ্য নাটকের মধ্যে রয়েছে 'পৌষ ফাগুনের পালা', 'তবুও সংশয়', 'জলছবি', 'ম্যান পাওয়ার', 'ভালোবাসা ও একটি কাল্পনিক কাহিনি', 'অনুভবে ভালোবাসা' ইত্যাদি। বেশ কিছু দর্শক নন্দিত বিজ্ঞাপনেও কাজ করেছেন আইরিন। আইরিনের নেশা ও পেশা অভিনয় ঘিরেই। তাই পড়াশোনা চলাকালীন স্বপ্নের ভুবনে পা রাখেন তিনি। যতদিন বাঁচবেন অভিনয় চালিয়ে যেতে চান লাস্যময়ী এই নায়িকা।