এবার বিপিএল মাতাবেন আসিফ

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
ক্রিকেটপ্রেমীদের কাছে 'বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ' শিরোনামের এই গানটি খুবই জনপ্রিয়। ২০০৪ সালে বিশ্বকাপে ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এটি গেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এরপর ২০১৯ সালের বিশ্বকাপে আবারও গেয়েছিলেন 'প্রাণে প্রাণে আওয়াজ তোল' শিরোনামের আরও একটি গান। ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর। বিসিবির পক্ষ থেকে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরকে আকর্ষণীয় করতে অনেক নতুনত্ব আনার চেষ্টা করছে বিসিবি। এরই মধ্যে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ও থিম সং। জুলাই-আগস্টের গণ-অভু্যত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্স্নোগান থাকবে এবারের বিপিএলে। জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। থাকছে তিন দিনের সঙ্গীত উৎসব। আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম তিন পর্বে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী আয়োজন।