নতুন লুক। নতুন চরিত্র। চ্যালেঞ্জিং গল্প। সেন্সর জটিলতা। অবশেষে মুক্তি। সব কিছু নিয়ে দারুণ এক অধ্যায় শেষ করে বড় পর্দায় হাজির হচ্ছেন ওমর মালিক। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা 'মধ্যবিত্ত'। সমাজের মধ্যবিত্ত শ্রেণির জীবন ও সংগ্রাম নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছেন তানভীর হাসান। নাম 'মধ্যবিত্ত'। নিজের গল্প-চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তিনি। ছবিটি নির্মিত হয়েছে সিনে মিডিয়ার ব্যানারে। আর এই সিনেমার প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক।
নতুন সিনেমা নিয়ে ওমর মালিক বলেন, মধ্যবিত্ত নাম নিয়েও সেন্সরে জটিলতা ছিল। তবে ৯ মাস সেন্সরে আটকে থাকার পর সব জটিলতা কেটে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। গল্প সবার হৃদয় ছুঁয়ে যাবে। সিনেমার প্রধান চরিত্রে আমি অভিনয় করেছি। জেলখানার একটি দৃশ্যে দারুণ কিছু চমক রয়েছে। আর বেশ যত্ন নিয়ে গল্পটি লিখেছেন। আমার চরিত্রটি বেশ লোভনীয় একটি চরিত্র। ৯৯ সাল থেকে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি। প্রয়াত মান্না ভাইয়ের এবং শাকিব খানের সিনেমায় পর্দার পেছনে কাজ করেছি। গুণী নির্মাতা কাজী হায়াত স্যারসহ বেশ কয়েকজন গুণী পরিচালকদের সিনেমার সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত ছিলাম। মধ্যে দেশের বাইরে ছিলাম। অনেকদিন পর বেশকিছু কাজ নিয়ে ফিরছি। আর এই সিনেমায় আমার চরিত্রটি আশা করছি দর্শকরা বেশ পছন্দ করবেন।
'মধ্যবিত্ত' সিনেমায় আরও অভিনয় করেছেন- শিশির সরদার,এলিনা শাম্মি, মাইশা প্রাপ্তি, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, রিয়াজুল রিজু, প্রয়াত মাসুম আজিজ প্রমুখ।