ফারুকীর '৮৪০' দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
জনপ্রিয় টিভি সিরিজ '৪২০' আবার ফিরে আসছে টিভিপর্দায়। ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মাণ করেছিলেন সিরিজটি। ১৭ বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল '৪২০', যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েক তারকা। এবার দীর্ঘবিরতি কাটিয়ে ভিন্ন নামে ফের প্রচারে আসতে যাচ্ছে ছবিয়াল প্রোডাকশনের জনপ্রিয় সেই সিরিজ। তবে এবার আর পুরোনো নামে নয়, '৮৪০' নামে ফিরে আসতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সুখবর দিয়েছেন নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগে বুধবার '৮৪০'-এর বিশেষ প্রিমিয়ার শো'র আয়োজন করা হয়। রাজধানীর ঢাকার স্টার সিনেপেস্নক্সের এসকেএস টাওয়ার শাখায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রমুখ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। প্রথমবারের মতো ফারুকীর সিনেমার প্রিমিয়ার শোয়ে হাজির হয়ে সোস্যাল মিডিয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি। সৈয়দ আহমেদ মারুফ স্ত্রীকে সঙ্গে নিয়ে উপভোগ করেছেন '৮৪০' সিনেমাটি। এটি দেখার পর নিজের ভালোলাগার কথা জানিয়েছেন পাকিস্তানের এ হাইকমিশনার। ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার আহ্বান জানিয়েছেন তিনি। সৈয়দ আহমেদ মারুফ লিখেছেন, 'গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকীর সঙ্গে তার 'ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড' সিনেমার প্রিমিয়ারে। আগামী দিনগুলোয় ইনশা আলস্নাহ আমরা ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময়, সিনেমা, নাটক, থিয়েটার, টেলিভিশন চ্যানেল নিয়ে কাজ করব।' '৮৪০' সিনেমায় অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুলস্নাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারসহ অনেকে।