পুলিশি হেফাজতে আলস্নু অর্জুন
প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
'পুষ্পা-২: দ্য রুল'- এর প্রিমিয়ারের সময় পদদলিত হওয়ার ঘটনায় আলস্নু অর্জুনকে গতকাল গ্রেপ্তার করেছে হায়াদরাবাদ পুলিশ। হায়াদরাবাদের চিক্কাদপলস্নী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসের আলস্নু অর্জুনের বাড়িতে গিয়ে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি মুভি থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল' এর প্রিমিয়ারে প্রচুর দর্শক জড়ো হয়। সেসময় পিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী এক মহিলা মারা যান এবং তার আট বছর বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরেই আলস্নুকে যেতে হলো থানা পর্যন্ত।
উলেস্নখ্য, সুকুমার পরিচালিত 'পুষ্পা ২ দ্য রুল' সিনেমায় পুষ্পা রাজের ভুমিকায় অভিনয় করেছেন আলস্নু অর্জুন এবং শ্রীভলিস্নর চরিত্রে অভিনয় করেছে রাশমিকা মান্দানা। এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাহাদ ফাসিল। এছাড়াও রয়েছেন জগপতি বাবু, ধনঞ্জয়া, রাও রমেশ, সুনীল এবং অনসূয়া ভরদ্বাজ প্রমূখ।