নতুন মিশনে শ্রদ্ধা কাপুর

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের দুর্বার সময় পার করছেন বলিউডের হাস্যোজ্জ্বল অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার অভিনয় দক্ষতা আর নজরকাড়া সৌন্দর্যে মোহিত দর্শক। একাধিক ব্যবসাসফল সিনেমা আছে শ্রদ্ধার ঝুলিতে। তার যে কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছে, তার বেশিরভাগই সিকু্যয়াল। বলা চলে, তার সিকু্যয়াল ভাগ্য ভালোই। যার সর্বোচ্চ প্রমাণ মিলেছে সর্বশেষে সিকু্যয়াল 'স্ত্রী-২' দিয়ে। চলতি বছর মুক্তি পাওয়া তার একমাত্র সিনেমা 'স্ত্রী-২' দিয়ে ভারতীয় বক্স অফিসে ঝড় তোলেন তিনি। মাত্র ৬০ কোটি রুপির সিনেমা আয় করেছে ৬০০ কোটির বেশি- যা হিন্দি সিনেমার জগতে রেকর্ড। সিনেমাটি নির্মাণ করেছেন অমর কৌশিক। আর 'আশিকি-২' তো ইতিহাসই। ফের আরেকটি সিকু্যয়াল সিনেমার খবর মিলছে শ্রদ্ধার পক্ষ থেকে। কিছুদিন ধরেই জোর গুঞ্জন চলছিল, বরুণ ধাওয়ানের সঙ্গে 'ভেড়িয়া-২' সিনেমায় যুক্ত হচ্ছেন শ্রদ্ধা কাপুর। আসলেই কি তাই? কী বলছেন অভিনেত্রী? শ্রদ্ধা সম্প্রতি সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট মাড়িয়েছেন। সেখানে পিঙ্কভিলা প্রতিনিধির সঙ্গে বিভিন্ন বিষয়সহ তার পরবর্তী কাজ নিয়ে আলোচনা করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি আসলেই 'ভেড়িয়া-২' সিনেমায় কাজ করছেন কিনা। শোনা যাচ্ছে, বরুণ ধাওয়ানের 'ভেড়িয়া-২'তে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। এ বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, 'এটি কেবল সময়ই বলে দেবে যে, ম্যাডডক ফিল্মসের ব্যানারের সিনেমায় আমাকে কোনো ক্যামিও চরিত্রে দেখা যাবে কিনা। আমি আসলে এখনো জানি না।' কথায় স্পষ্ট, অভিনেত্রী বিষয়টি নিয়ে খানিক চমক তৈরি করতে চান। তবে তিনি জনিয়েছেন, শিগগিরই তার পরবর্তী কাজগুলো নিয়ে কথা বলবেন। শ্রদ্ধা বলেন, 'দ্রম্নতই আমি যে সিনেমাগুলো করব সেগুলোর বিষয়ে শেয়ার করব। মূলত সিনেমাগুলোর শুটিং শুরু হবে পরের বছর।' 'ভেড়িয়া'র সিকু্যয়াল আসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন রাজকুমার রাও। যাকে শেষ দেখা গিয়েছিল শ্রদ্ধার সাথে 'স্ত্রী-২' সিনেমায়। তিনি জানিয়েছিলেন, 'স্ত্রী-৩' আসার আগে 'ভেড়িয়া-২' আসার জোর সম্ভাবনা আছে। এর আগে 'ভেড়িয়া'তেও শ্রদ্ধাকে একটি গানে ক্যামিও চরিত্রে দেখা যায়। শ্রদ্ধার পরিকল্পনায় এখন নতুন বছর। ২০২৫ সালের জন্য তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সিনেমাগুলোর নাম ঘোষণার পর শুটিং শুরু হবে নতুন বছরে।