শুভ জন্মদিন প্রিয়াঙ্কা জামান

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০

বিনোদন রিপোর্ট
মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান 'ছায়াছন্দ' উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে সিনেমাতেও। আজ প্রিয়াঙ্কা জামানের জন্মদিন। প্রিয়াঙ্কা জামান পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষে পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে ঘরোয়া আয়োজন। জন্মদিনের এক প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা জামান বলেন, জন্মদিন সবার জন্যই একটা বিশেষ দিন। রাত ১২টার পর রাস্তার অসহায় মানুষদের সঙ্গে কেক কাটব। তাদেরকে শীতের পোশাক উপহার দেব। এরপর সবাইকে নিয়ে পুরান ঢাকায় খাব। তারপর সকালে ওঠে পরিবারের মুরুব্বিদের কাছ থেকে দোয়া নেব। বিকালে পার্লারে গিয়ে সাজব। এরপর সন্ধ্যায় সবাইকে নিয়ে কেক কাটব। পরিবার, আত্মীয়-স্বজনদের নিয়ে আনন্দ করব। প্রিয়াঙ্কা জামানের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করার। তাই শুরু করেন বাফাতে নাচ শেখা। তবে প্রিয়াঙ্কা শুধু নাচের মধ্যেই সীমাবদ্ধ হননি। মিডিয়ার সব স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই যাত্রা। প্রথমে মার্কুইজ পানির পাম্প, তারপর ফেমাস টিভি, প্রাণ আরএফএল গস্নাস ও মাদুলি জুয়েলার্সের বিজ্ঞাপন প্রচারের পর প্রচুর দর্শক সাড়া পান। তার নান্দনিক অভিনয়ে অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। এছাড়া গ্রামীণফোনের বিলবোর্ড, আড়ংয়ের বিলবোর্ড ও ভেজলিন লোশনের বিলবোর্ডের মডেল হয়েছেন একাধিকবার। ধারাবাহিক নাটক আজিজ মার্কেটে অভিনয় করে বেশ সাড়া ফেলে দেন প্রিয়াঙ্কা।