'মনের মাঝে তুমি' দিয়ে ফারিণ খানের বাজিমাত
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
বর্তমানে ছোট পর্দার প্রিয়মুখ ফারিণ খান। নাটকের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন আলোচিত অভিনেতাদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রীকে দেখা গেল বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে।
সম্প্রতি প্রকাশিত নাটক 'মনের মাঝে তুমি' দিয়ে বাজিমাত করলেন এই অভিনেত্রী। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। ১৭ জানুয়ারি ইউটিউবে নাটকটি মুক্তির তিন দিন পার না হতেই ২৫ লাখ ভিউ পেয়েছে নাটকটি। ইতিবাচক হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবের কমেন্ট বক্স। নাটকটির সফলতা প্রসঙ্গে ফারিণ বলেন, 'সাধারণ গল্পটাকেই অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের শতভাগ দেওয়ার। খুব ভালো লাগছে দর্শকদের এমন সাড়া পেয়ে।'
২০১৭ সালে 'ধ্যাততেরিকি' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণ খানের এবং প্রথম সিনেমায় অভিনয়ের মাধ্যমেই তিনি বুঝতে পারেন পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে হলে তাকে অভিনয় শিখতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। এ কারণে সিনেমা ছেড়ে নাটকে অভিনয় শুরু করেন তিনি। কাজ শুরু করেন নাটকে। নির্মাতা কাজল আরেফিন অমির 'ফিমেল' নাটকের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। বর্তমানে নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মাঝেমধ্যে উঁকি দিচ্ছেন ওটিটির পর্দায়।