আমার কোনো আক্ষেপ নেই : তিশা
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিনোদন রিপোর্ট
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর মোস্তফা কামাল রাজের নাটক 'লাল খাম বনাম নীল খাম' দিয়ে অভিনয় জীবন শুরু করেন। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, 'অভিনেতা হিসেবে এর সঙ্গে কাজ করব, তার সঙ্গে কাজ করব- এ রকম কোনো আক্ষেপ নেই। ইয়াশ রোহানের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল এবং সে তো অনেক আগেই পূরণ হয়েছে।' এরপর অভিনয় প্রসঙ্গে তার ভাষ্য, 'ক্যারিয়ারে আমি একটু এলোমেলো। এখনো আমি পস্ন্যান করে বাইরে কোথাও যাই না। কার সঙ্গে জুটি বাধব, কাজ করব নাকি করব না এসব ভাবি না। হুটহাট কাজের অফার আসে গল্প ভালো লাগলে করে ফেলি।' তিশার কথায়, 'এই নতুন জেনারেশনের অনেক বিষয় আছে, অনেক পজেটিভ ব্যাপার আছে যেগুলো শেখার মতো।' কাজ নিয়ে তিনি আরও বলেন, 'নিলয়ের সঙ্গে এখন খুবই কম কাজ করি। নিলয়ের সঙ্গে এখন শুধু হিমি কাজ আমি তো কোনো ফ্লোর পাই না।'