'ঠিকানা' নিয়ে হাজির হলেন শফি মন্ডল

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০

বিনোদন রিপোর্ট
জনপ্রিয় সংগীতশিল্পী শফি মন্ডল। বিশেষ করে বাউল গানে তার সুখ্যাতি আছে। নিয়মিত স্টেজ শোর পাশাপাশি নতুন গানও করছেন তিনি। এবার 'ঠিকানা' শিরোনামে নতুন গান নিয়ে হাজির হলেন আধ্যাত্মিক গানের এই শিল্পী। 'পিতার মগজ, মায়ের জঠর, ফুটাইলো ফুল অনুরাগে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায় শেষের ভাগে'- এমন কথামালায় গানটি লিখেছেন সাধক গীতিকবি ও গবেষক শাকির দেওয়ান। গানটির সুর করেছেন হাবিব মোস্তফা। সঙ্গীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। গানটি সম্পর্কে শফি মন্ডল বলেন, 'হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তারই পরম্পরায় শাকির দেওয়ানের লেখা 'ঠিকানা' গানটি করলাম। বিশেষ করে এই গানটির ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।' নতুন বছর উপলক্ষে গানচিল ফোকের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।