ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন সাইফ আলী খান। হামলার ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে একটু একটু করে মুখ খুলছেন তিনি। এরই মধ্যে নিজের সিনেমা প্রচারে একটি ইভেন্টে অংশ নেন সাইফ। এবার শুটিং ফ্লোরে ফিরেছেন সাইফপত্নী কারিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। যা দেখে সহজেই অনুমান করা যাচ্ছে, কাজে ফিরলেন কারিনা। সোয়েট শার্টের সঙ্গে জগার্স, রোদ চশমা আর সাদা স্নিকারে ভ্যানিটি ভ্যানের দিকে এগিয়ে যেতেই শুভেচ্ছা জানান উপস্থিত সবাই। এদিনও নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিলেন কারিনাকে।
এর আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন কারিনা। বলেন, 'আমাদের পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যে বিষয়গুলো নজরে আসেনি সেগুলো রঙ মাখিয়ে সামনে আনার চেষ্টা চলছে। এরকম একটা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সংবাদমাধ্যম ও পাপারাৎজ্জিরা এই প্রচার বন্ধ করুন।'