সুখবর দিলেন কিয়ানু রিভস

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বিনোদন ডেস্ক
হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিভস অবশেষে তার বহুল প্রতীক্ষিত সিনেমা 'কনস্টানটাইন-২' এর গল্প প্রস্তুত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ৬০ বছর বয়সি এই অভিনেতা মূলত তার 'জন উইক' চরিত্রের জন্যই ব্যাপক পরিচিত। এছাড়া, 'দ্য ম্যাট্রিক্স' সিনেমায় অভিনয়ের জন্য তাকে অনেকে ম্যাট্রিক্স নামেও অভিহিত করেন। তিনি ২০০৫ সালে 'কনস্টানটাইন' সিনেমায় অভিনয় করেছিলেন। সেখানে তাকে এক অতিপ্রাকৃত এক্সরসিস্ট এবং ডেমনোলজিস্ট জন কনস্টানটাইন চরিত্রে দেখা যায়। 'দ্য ম্যাট্রিক্স' তারকা সম্প্রতি ইনভার্স'কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা (পরিচালক ফ্রান্সিস লরেন্স এবং আমি) গত এক দশকেরও বেশি সময় ধরে এই সিনেমাটি বানানোর চেষ্টা করছি। অবশেষে আমরা একটি গল্প তৈরি করেছি এবং ডিসি স্টুডিওতে সেটি পিচ করেছি। তারা বলেছে, 'ঠিক আছে।' এখন আমরা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করব। 'জন উইক' খ্যাত এই অভিনেতা আরও জানান, 'কনস্টানটাইন-২' সিকু্যয়েল হলেও এটি প্রথম সিনেমার জগতেই থেকে যাবে এবং জন কনস্টানটাইন আগের চেয়ে আরও বেশি যন্ত্রণায় ভুগবে! এদিকে সিনেমাটির পরিচালক ফ্রান্সিস লরেন্স অবশ্য কয়েকদিন আগেই 'কনস্টানটাইন-২' এর বিষয়ে আভাস দিয়েছিলেন। কলিডার'কে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমি বলব যে, আমরা এখন পর্যন্ত 'কনস্টানটাইন-২' বানানোর সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছি। যা সত্যিই দারুণ একটা ব্যাপার'। তিনি আরও বলেন, কিয়ানু, আকিভা গোলডসম্যান (প্রযোজক) এবং আমি সবাই এ নিয়ে ভীষণ উত্তেজিত।