বরেণ্য অভিনেতা উত্তম মোহান্তি আর নেই
প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০
ওড়িশা সিনেমার বরেণ্য অভিনেতা উত্তম মোহান্তি মারা গেছেন। বৃহস্পতিবার দিলিস্নতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, লিভার সিরোসিস রোগে ভুগছিলেন অভিনেতা উত্তম মোহান্তি। দিলিস্নর মেদান্ত হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানে মারা যান ভারতীয় বাংলা সিনেমার এই অভিনেতা।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তার মাইক্রোবস্নগিং সাইট এক্সে (টুইটার) লেখেন, "উত্তম মোহান্তি চলচ্চিত্রের একজন পথপ্রদর্শক। দীর্ঘ ক্যারিয়ারে ওড়িশা সিনেমায় অতুলনীয় একজন নায়ক ছিলেন। ওড়িশা চলচ্চিত্র জগতের একজন আইকন। তার মৃতু্যতে অপূরণীয় ক্ষতি হয়েছে আর্টিস্ট কমিউনিটির। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।"
১৯৫৮ সালের ২৩ ডিসেম্বর ওড়িশায় জন্মগ্রহণ করেন উত্তম মোহান্তি। ১৯৭৭ সালে 'অভিমান' সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে ১৩০টি সিনেমায় অভিনয় করেছেন। ওড়িশার পাশাপাশি ৩০টি ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেন তিনি। 'নয়া জাহির' নামে এক হিন্দি সিনেমায়ও অভিনয় করেন বরেণ্য এই শিল্পী। কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য সম্মাননা পেয়েছেন উত্তম।