মাথায় বন্দুক ধরে হাতকড়া পরানো হয় : সুনীল শেঠি

প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। অভিনয় জগতে তিন দশক কাটিয়ে ফেলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৪ বছর আগের এক অভিজ্ঞতার কথা ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন। ২৪ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের 'কাঁটে' ছবির শুটিং করতে গিয়েছিলেন সুনীল শেঠি। সেখানে যাওয়ার পরে ২০০১ সালের ৯ নভেম্বর 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার' এ হামলার ঘটনার পর হঠাৎ এ অভিনেতাকে পুলিশ আটক করেছিল। সাক্ষাৎকারে সুনীল বলেন, 'আমার মাথায় বন্দুক ধরে, আমার হাতে হাতকড়া পরানো হয়। আমি হোটেলের লবিতে যেতেই পুলিশ রে রে করে ওঠে। মাথা নিচু করে বসে পড়তে বলে। না হলে গুলি চালানোর হুমকি দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি।' প্রসঙ্গত, সুনীল শেঠি প্রধানত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন, পাশাপাশি তাকে তামিল চলচ্চিত্রে দেখা যায়। তিন দশকের কর্মজীবনে তিনি এক শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।