ঈদের নাটকে প্রশংসিত ৫ নির্মাতা

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট

শেষ হলো টিভি চ্যানেলগুলোর সপ্তাহব্যাপী ঈদের অনুষ্ঠানমালা। এবার হিসাব-নিকাশের পালা। অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এবার ঈদে রেকর্ড সংখ্যক নাটক ও টেলিফিল্ম প্রচার হয়েছে। পাশাপাশি ঈদের নাটক নিয়ে ইউটিউবও সরগরম ছিল এবার। কমেডি ঘরানার নাটকের চেয়ে রোমান্টিক নাটকেরই বেশি আধিক্য ছিল এবারের ঈদে। সে সঙ্গে এবার মেধাবী নির্মাতাদের নাটকের সংখ্যাই ছিল বেশি। গল্পের ভিন্নতা, নাটকের মান ও দর্শক জনপ্রিয়তায় এবারও ঈদের বেশ কিছু সেরা নাটক, টেলিফিল্ম আলোচনায় এসেছে। এর মধ্যে 'বড় ছেলে' খ্যাত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত '২২ শে এপ্রিল, 'শেষটা সুন্দর' ও 'দেখা হবে কি' নাটক তিনটি আলোচনায় আসে দর্শকমহলে। নিখুঁত নির্মাণে তিনটি নাটকই দর্শক আকৃষ্ট করে দর্শকদের। নাট্য জগতের গুণী নির্মাতা শিহাব শাহীনের যাদুকরী পরিচালনায় 'এক হৃদয়হীনা' ও 'বাউন্ডুলে' টেলিফিল্ম দুটি দর্শকদের মুগ্ধ করে। সময়ের ব্যস্ততম পরিচালক মাবরুর রশীদ বান্নাহ্‌ নির্মিত 'আঙ্গুলে আঙ্গুল' ও 'লেডি কিলার' নাটক দুটি প্রশংসিত হয়। গতানুগতিক ধারার বাইরে এই কাজ দুটি দর্শক গ্রহণ করেছে। স্বনামধন্য পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'শিশির বিন্দু' ও 'আই এ্যাম ওনেস্ট' নাটক দুটি দর্শকদের মুগ্ধ করে। এই সমেয়র জনপ্রিয় তরুণ নির্মাতা মহিদুল মহিমের 'মন বদল', 'আনোয়ার দ্যা প্রোডাকশন বয়' ও 'এই শহরে ভালবাসা নেই' নাটকগুলো সুধীমহলে প্রশংসা পেয়েছে। প্রতিটি নাটকের গল্প, চরিত্র, নির্মাণে ভিন্নতা থাকায় নাটকগুলো সর্বমহলেও প্রশংসিত হয়। সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফীন অমির 'দ্যা অ্যান্ড' দর্শকদের মধ্যে প্রচুর সাড়া জাগায়। আরেক জনপ্রিয় পরিচালক ইমরাউল রাফাতের 'আমার বউ' নাটকটি দর্শকদের মুগ্ধ করেছে। আর ওই সেরা নাটকগুলো অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, ইরেশ জাকেরসহ আরও অনেকে। এর বাইরেও বেশকিছু নাটক দর্শকরা পছন্দ করেছেন। তবে উপরোক্ত নাটকগুলোর নাম ছিল বেশির ভাগ দর্শকদের মুখে। গত বছরের তুলনায় এবারের ঈদের নাটকের মান বেড়েছে এবং গল্পে ভিন্নতা এসেছে বলে জানান অনেক দর্শক।