ইতিহাস গড়ে মহাকাশে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০

বিনোদন ডেস্ক
মহাকাশে যাচ্ছেন বিশ্ববিখ্যাত মার্কিন পপ গায়িকা কেটি পেরি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান বস্নু অরিজিনের রকেটে পেরির সঙ্গে এই মিশনে আছেন আরও পাঁচ নারী। পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি। বস্নু অরিজিনের বরাত দিয়ে ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার পর এটিই হতে যাচ্ছে মহাকাশে প্রথম মিশন, যেখানে সবাই নারী। এই যাত্রায় কেটি পেরি ছাড়া আরও থাকবেন জেফ বেজোসের বাগ্‌?দত্তা লরেন সানতেজ, সঞ্চালক গেইল কিং, সাবেক নাসার বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন ও চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন। প্রতিবেদনে আরও বলা হয়, এই বসন্তেই এনএস-৩১ মিশনটি মহাকাশে যাত্রা করবে। আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত কনসার্ট টু্যরে ব্যস্ত থাকবেন কেটি, মনে করা হচ্ছে তার আগেই এই সফর সম্পন্ন হবে। এক বিবৃতিতে বস্নু অরিজিন জানিয়েছে, এমন একটি মিশনে অভিযাত্রীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন কেটি পেরি। তিনি আশা প্রকাশ করেছেন, তাদের এই মিশন পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ৪০ বছর বয়সি কেটি পেরি এই সময়ের জন্যতম জনপ্রিয় গায়িকাদের একজন। ২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর কেটি হয়ে উঠেছেন সময়ের সেরা পপ গায়িকাদের একজন। তার সবশেষ স্টুডিও অ্যালবাম '১৪৩' প্রকাশিত হয় গত বছর। তবে অ্যালবামটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। গানের জন্য এ পর্যন্ত পাঁচবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও পাঁচবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি।