সেরা হলেন রুক্মিণী

প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০

বিনোদন ডেস্ক
সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা 'বিনোদিনী'। শুধু তাই নয়, দর্শকপ্রিয় টালিউডের এ সিনেমাটির জন্য 'অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড'-এর পাশাপাশি 'সেরা অভিনেত্রী'-র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এছাড়া, ক্যারিয়ারের প্রথম বাংলা ছবি 'বিনোদিনী'র কারণে 'বেস্ট ডিরেক্টর'র খেতাবও পেয়েছেন রামকমল মুখার্জী। পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, 'দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রি-অ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউসফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।' পরিচালকের কথায়, 'রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও সবার পছন্দ হয়েছে।' এদিকে খুব তাড়াতাড়ি বাংলা ছবি 'লক্ষ্ণীকান্তপুর লোকাল' নিয়ে আসছেন এ পরিচালক। কাজের প্রসঙ্গে রামকমল বলেন, 'আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে। 'বিনোদিনী'-এর থেকে একেবারে ভিন্ন মেজাজের এই ছবি।'