সা ক্ষা ৎ কা র

বাবা হচ্ছেন নিউটনের তৃতীয় সূত্রের মতো

আলোচিত মডেল, অভিনেতা নিরব হোসাইন। খুব শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত 'আব্বাস' সিনেমাটি। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের বাবা। আজ বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবা হওয়ার অনুভূতি-অভিজ্ঞতার পাশাপাশি নিজের বাবা নিয়েও কথা বলেছেন তিনি। সে সঙ্গে কথা হয় সমসাময়িক বিষয়েও...

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নিরব হোসাইন
বিচিত্র এক অভিজ্ঞতা... সত্যিই বাবা হওয়ার অনুভূতি বিচিত্র। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষের জীবনে সময়ে সময়ে একেকটা ধাপ আসে। বিয়ের পর এক অনুভূতি কাজ করে। আবার সন্তান হওয়ার পর আরেক অভিজ্ঞতার সঞ্চার হয়। বাবা হওয়ার পর আমার ভালোবাসার অনেকখানি দখল করে নিয়েছে আমার সন্তান। যেখানেই থাকি সন্তানের মুখটাই এখন ভেসে ওঠে সবার আগে। সে সঙ্গে নিজের বাবার কথাও মনে পড়ে। বাবাকে নিয়ে স্মৃতিময় গল্প... বাবাকে নিয়ে অসংখ্য স্মৃতি। কোনটা রেখে কোনটা বলব! ঈদের একটা ঘটনা বলি, ১৯৯৪/৯৬ এ জীবনের প্রথম গ্রামের বাড়িতে বাবার সঙ্গে ঈদ করেছিলাম। তখন বাড়িতে কেউ ছিল না। সেটিই ছিল বাবার সঙ্গে শেষ ঈদ। এরপর ২০০১ সালে বাবার মৃতু্যর পর খুব ওই দিনটি মিস করি। এখন নিজেও বাবা হয়েছি। এখন বুঝি বাবা না থাকার মর্মটা। এক কথায় বাবা হলো নিউটনের তৃতীয় সূত্র। আগে আমরা বাবাকে যেভাবে জ্বালিয়েছি। এখন বাবা হয়ে সেভাবেই জ্বলছি (হি হি হি...) ঈদের ছবি দেখলেন... এই ঈদে তিন ছবি মুক্তি পেয়েছে। ছবি মুক্তির পর আমি হলে গিয়ে প্রতিটি ছবি দেখি। তবে মুক্তির পর দুইটি ছবি হলে গিয়ে দেখলেও অনন্য মামুনের 'আবার বসন্ত' প্রিমিয়ার শোতে দেখেছি। তবে আমার কাছে মালেক আফসারির 'পাসওয়ার্ড' ছবিটি বেশ ভালো লেগেছে। তবে শাকিব ভাইয়ের 'নোলক' ছবিটি আশানুরূপ। দীর্ঘদিন পর ছবি মুক্তি কেন? একসঙ্গে তিনটি ছবির শুটিং শুরু করেছিলাম। দেখা গেছে তিনটি ছবি 'আব্বাস', 'হৃদয়জুড়ে', 'রুদ্র ছায়া' মুক্তির প্রস্তুতিতে আছে। তাছাড়া আমার অভিনীত বিদেশী ছবি 'বাংলায়েশিয়া' মুক্তি পেলেও দেশীয় ছবি মুক্তি পায় ২০১৭ সালে। আশা করি খুব শিগগিরই আমার দর্শকদের একটি সারপ্রাইজ দিব। নতুন ছবি নিয়ে... পরিচালক বন্ধন বিশ্বাসের 'অফিসার রিটার্নস' বাকি অংশের শুটিং খুব তাড়াতাড়ি শুরু করব। অন্যদিকে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। সেটির শুটিং আগস্টের দিকে শুরু হবে।