মঞ্চে আজ 'ট্র্যাজেডি পলাশবাড়ি'

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক 'ট্র্যাজেডি পলাশবাড়ি'। নাটটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। সহকারী নির্দেশনায় জগন্ময় পাল ও বাকার বকুল। ২০০৫ সালের ১১ এপ্রিল রাতে সাভারের পলাশবাড়িতে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি ধ্বসে পড়ে। সেই ঘটনায় নিহত হয় প্রায় ৬৪ জন। তদন্ত কমিটির রিপোর্টে জানা যায়, কোনো রকম ঝুঁকি মোকাবেলার ব্যবস্থা ছাড়াই ঘটনার তিন বছর আগে ফ্যাক্টরিটি তৈরি হয়েছিল একটি জলাভূমির ওপর। ট্র্যাজেডি পলাশবাড়ি নাটকটি সেই ঘটনাকেই কেন্দ্রীভূত করে লেখা, যেখানে একক চরিত্র তারাভান। সেদিনের নাইট শিফটে কাজ করতে আসা কর্মীদেরই প্রতিচ্ছবি। নাটকটি গ্রন্থিত হয় তার স্মৃতিচক্র, স্বপ্নচক্র আর জীবনচক্রের রোমন্থনে। যেকোনো সময় মাথার ওপর ছাদ ভেঙে পড়ে পিষে দেবে তার জীবন, এমনকি তার নড়ার উপায়টুকুও নেই। এ রকম অবস্থায় সে যেন একপ্রকার তার সমগ্র জীবনের পাওয়া-না পাওয়ার হিসাব মিলিয়ে নেয়। সেই হিসাব প্রতিনিধিত্ব করে তারই মতো শত শত তারাভানের, যাদের অনেকেই এভাবে মরে যায়, আবার কেউ কেউ বেঁচে থাকে কারখানার মেশিনের মতো নির্বাক আজ্ঞাবহ হয়ে, দাস হয়ে। তারাভানের স্মৃতিচক্রের সমান্তরালে একই ঘটনাকে দেখা যায় একজন ভিনদেশি আউটসোর্সিং পারসন মিস্টার ওয়েস্টের দৃষ্টিভঙ্গি থেকে। এই আকস্মিক ঘটনায় তার প্রতিক্রিয়া বিশ্বমঞ্চে যেসব চিত্র তুলে ধরে, সেগুলো তারাভানরা কখনো জানে না, কিংবা জানার সুযোগ পায় না। নাটকের মঞ্চ ও আলোপ্রক্ষেপন করেছেন আবুল হাসনাত ভূঞা রিপন, সংগীত ও শব্দ পরিকল্পনা করেছেন নীল কামরুল, কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহিন, মো. ফরহাদ আহমেদ, পোশাকে বিলকিস জাহান জবা।