ধর্ষকের শাস্তি মৃতু্যদন্ড হওয়া দরকার : নিলয়

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০

বিনোদন রিপোর্ট
দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সি নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না ছোট শিশুরাও। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীরাও কথা বলছেন বিষয়টি নিয়ে। এ তালিকায় নাম উঠল নিলয় আলমগীরের। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ মৃতু্যদন্ড দাবি করেছেন নিলয়। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, 'ধর্ষক কারো ভাই না, কারো বাবা না, কারো সন্তান বা কারো স্বামী না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি মৃতু্যদন্ড হওয়া দরকার।' কমেন্ট বক্সে নেটিজেনরা নিলয়ের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, 'ভাই ঠিক বলেছেন।' অন্য একজন লিখেছেন, 'একদম ঠিক এটাই হওয়া উচিত।' কেউ আবার লিখেছেন, 'বিবেকহীন এই সমাজে প্রকৃত মানুষের বড্ড অভাব।' এছাড়া অধিকাংশ মানুষই নিলয়ের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন।