নতুন গানে টেইলর সুইফট

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ জুন ২০১৯, ১২:২৩

বিনোদন ডেস্ক
টেইলর সুইফট
কনসার্ট নিয়ে যারপরনাই ব্যস্ত থাকার কারণে বেশ কিছুদিন ধরে নতুন গান থেকে দূরে সরে ছিলেন তরুণ মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তবে এই ব্যস্ততার মধ্যেই নতুন গানের খবর জানালেন এই গায়িকা এবং অভিনেত্রী। সেই সঙ্গে ঘোষণা দিলেন তার সপ্তম একক অ্যালবামেরও। এরই মধ্যে অ্যালবামের অনেক অংশের কাজ শেষ করেও ফেলেছেন। অ্যালবামের নাম রাখা হয়েছে 'লাভার'। তবে অ্যালবাম প্রকাশের আগে অচিরেই তিনি নতুন একটি গান উপহার দিতে যাচ্ছেন ভক্তদের। 'ইউ নিড টু কাম ডাউন' শিরোনামের এই গানটি পুরোপুরি রোমান্টিক ঘরানার। যা প্রেমিক ভক্তদের মনে নতুন এক রোমান্স ও আবেগের সৃষ্টি করবে বলে জানালেন সুইফট। তিনি আরও জানান, এই গানের পরই আসবে তার নতুন অ্যালবাম। এই অ্যালবামের মাধ্যমে প্রায় তিন বছর পর অডিওবাজারে স্থান পাচ্ছে সুইফটের গান। এর আগে কথা ছিল ২০১৭ সালে বাজারে আসে সুইফটের ষষ্ঠ অ্যালবাম 'রিপুটেশন'। অ্যালবামটি সাজানো হয়েছিল ১৫টি গান দিয়ে। এই অ্যালবামের 'লুক হুয়াট ইউ মেক মে ডু' গানটির ভিডিওটি বেশ সাড়া ফেলেছিল ভক্তমহলে। এরপর অ্যালবামের আরেক হিট গান 'মি'র মিউজিক ভিডিওটিও রাতারাতি আলোচনায় এনে দেয় তাকে। এ শিল্পী ফিরে এসে সোজা কথায় চমকেই দিলেন ভক্তদের। ২০০৬ সালে মাত্র ১৬ বছর বয়সে টেইলর সুইফট নিজের নামে প্রকাশ করেন প্রথম অ্যালবাম। ১১টি গান নিয়ে সাজানো অ্যালবামটির বদৌলতে সে সময় ইয়ুথ সেনসেশনে পরিণত হন এই শিল্পী। খুব অল্প বয়সেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পাওয়া টেইলর সুইফটের ঝুলিতে আছে ১০টি গ্র্যামি, ২১টি বিলবোর্ড, ১৯টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্ব সংগীতের প্রায় সব সম্মানজনক পুরস্কার। এসব প্রাপ্তি মাত্র ৫টি অ্যালবাম দিয়ে।