'নদ্দিউ নতিম'র ৫২তম মঞ্চায়ন

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ জুন ২০১৯, ১২:২৪

বিনোদন রিপোর্ট
আগামী বৃহস্পতিবার 'নদ্দিউ নতিম' নাটকের ৫২তম মঞ্চায়ন পূর্ণ হবে। নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকটি ম্যাড থিয়েটারের প্রথম প্রযোজনা। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস 'কে কথা কয়' এর নাট্যরূপ 'নদ্দিউ নতিম'। নাটকটিতে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত, যারা একই পরিবারের সদস্য, বাংলা নাটকের ক্ষেত্রে যা অনন্য ও নতুন মেরুকরণ। নাটকটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি দর্শকদের আকৃষ্ট করেছে এর অভিনয় গুণে, কাহিনীর চমৎকারিত্বে, ঘটনার বিন্যাসে এবং চরিত্রের বিচিত্রতায়। নাটকটি নিয়মিতভাবে ঢাকায় মঞ্চস্থ হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতেই রয়েছে দর্শকদের আগ্রহ আকর্ষণ এবং পুনর্বার দেখার তাগিদ। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসংগীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে আরিফ আহমেদ ও আবহসংগীত নিয়ন্ত্রণে রয়েছেন আদর।