টাইগারদের বিজয়ে তারকাদের উচ্ছ্বাস

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
সুবর্ণা মুস্তাফা
কী হবে, কেমন হবে- খেলার আগে এমনই এক উদ্বেগ ছিল গোটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে। তবে খেলা শুরুর পর থেকেই শঙ্কা কাটতে থাকে তাদের। শেষপর্যন্ত সব হতাশা দূর করে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখে টাইগার বাহিনী। অঘটনের বিশ্বকাপে দ্বাদশ আসরে সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে। টাইগারদের এই জয়ে সোশ্যাল মিডিয়া ভেসে গেছে প্রশংসা ও শুভেচ্ছা বার্তায়। উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও- খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, 'বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। হালুম।' নায়ক শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, 'অসাধারণ পারফর্মেন্সের জন্য সাকিবকে অভিনন্দন। সামনে এগিয়ে যেতে হবে। টাইগারদের জন্য শুভ কামনা।' চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি লিখেছেন, সবসময় টাইগারদের জন্য শুভ কামনা। তবুও বলব বাংলাদেশের খেলা নিয়ে অনেকে ভালো-মন্দ কথা বললেও আমি মনে করি বাংলাদেশ এখন শক্তিশালী একটা টিম। আগের চেয়ে অনেক ভালো খেলে বাংলাদেশ ক্রিকেট টিম। সাকিব আল হাসানের একটি দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছি। অভিনন্দন বাংলাদেশ।' অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, 'বোঝো নাই ব্যাপারটা? বাংলাদেশ, বাংলাদেশ, জিতেছি, জিতেছি... বলছিলাম না, ভরসা রাখুন সাকিবে, মান সম্মান থাকিবে লিটন দাস, সাব্বাস...' অন্যদিকে কিছু মনের ক্ষোভ নিয়ে সোস্যাল মিডিয়ায় মেহের আফরোজ শাওন লিখেছেন, 'মাশরাফি ক্যাপ্টেনসি পারে না। এমপি হবার পর সব ভুলে গেছে। সাকিব খেলা পারে না। ও বেয়াদব। তা ছাড়া ওর বউ পর্দা করে না। এই ধরনের কথাগুলো যারা টাইপ করেন তাদের জন্য একদলা ঘৃণাযুক্ত করুণা।' আবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফেরার পথে বাংলাদেশের জয়ের খবর পেয়ে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, '১৩ ঘণ্টা জার্নির পরে এর থেকে ভালো খবর আর কী হতে পারে! সাবাস বাংলাদেশ।' অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, 'মাশরাফি, সাকিব, লিটন। আজকের বাংলাদেশ। টাইগারদের অভিনন্দন। সাব্বাস। এবারের ওয়ার্ল্ড কাপে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট পাওয়ার যোগ্য। আর তার জন্য আমাদের সেমি ফাইনালে খেলা উচিত। অর্ধশতকের জন্য লিটন দাসকে অভিনন্দন।' এ ছাড়াও চলচ্চিত্রের 'পোড়ামন টু' খ্যাত নতুন ব্যবসাসফল চলচ্চিত্রের নায়ক সিয়াম আহমেদ। যেন একটি শব্দ লিখেই তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি শুধু লিখেছেন, 'বাংলাদেশ।' অভিনেত্রী মারিয়া নুর লিখেছেন, 'সবসময়ের মতোই সাকিব তার স্টাইলের সঙ্গে জয় এনেছে। টুর্নামেন্টের সবচাইতে বেশি রান করে শীর্ষে আছে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে ওয়ার্ল্ডকাপে। সাব্বাস। এবারের ওয়ার্ল্ড কাপে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট পাওয়ার যোগ্য। আর তার জন্য আমাদের সেমি ফাইনালে খেলা উচিত। অর্ধশতকের জন্য লিটন দাশকে অভিনন্দন।' উপস্থাপক আনজাম মাসুদ লিখেছেন, 'টনটনে মাঠে লণ্ঠন ধরিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের হাতে, সাবাস টাইগার, হারলেও আছি, জিতলেও আছি, জয় বাংলা।' চিত্রনায়িকা আইরিন সুলতানা লিখেছেন, 'বিশ্বকাপের প্রতিটি খেলাই দেখার চেষ্টা করি। হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ। বাংলাদেশ আগামীর খেলাতেও ভালো করবে আশাবাদী। সবার জন্য রইল অভিনন্দন এবং বাংলাদেশের ক্রিকেট দলের বড় সাফল্য দেখার জন্য উদ্গ্রীবও।' মডেল অভিনেতা আব্দুন নুর সজল লিখেছেন, 'মুশফিকুর রহিম, সাকিব, তামিম সবাই ভালো খেলেন। টাইগারদের জন্য শুভ কামনা। জয় বাংলা।' অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম লিখেছেন, 'বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে একটি চকোলেটের বিজ্ঞাপনে কাজ করেছেন মিম। তিনি জানালেন, 'সাকিব তো নিঃসন্দেহে ভালো খেলোয়াড়, কাজ করতে গিয়ে দেখলাম ব্যক্তিগত জীবনেও মিশুক তিনি। তার পারফর্মেন্সে আমি খুশি।' চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, 'তারা প্রত্যেকে জ্বলে ওঠার ক্ষমতা রাখেন। তাদের জন্য শুভকামনা। বাংলাদেশের খেলা মানেই বুকের মাঝে বাংলাদেশ।'