আজ নুসরাতের বিয়ে

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
নুসরাত জাহান
আজ সন্ধ্যায় কলকাতার তারকা অভিনেত্রী ও পশ্চিমবঙ্গ থেকে লোকসভার নবনির্বাচিত সদস্য নুসরাত জাহানের বিয়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের নানা আয়োজন। বিয়ে উপলক্ষে গত শুক্রবার তুরস্কের বোদরুম শহরের পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে পৌঁছেন নুসরাত ও নিখিল জৈন। তাদের দু'জনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন গেছেন সেখানে। নুসরাত জাহানের বন্ধু আর সহকর্মীদের মধ্যে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বোদরুমে পৌঁছেছেন ভারতের বাংলা ছবির আরেক তারকা ও লোকসভার নবনির্বাচিত সদস্য মিমি চক্রবর্তী। বিয়ের সিডিউল অনুসারে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে মেহেদি অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে বোহেমিয়ান থিমে। বোদরুমের পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়াল সাজনো হচ্ছে নুসরাত ও নিখিলের বিয়ের মূল অনুষ্ঠানের জন্য। অনেকটা দীপিকা ও রণবীর সিংয়ের বিয়ের আদলে, বিয়ের ভেনু্য মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। জানা গেছে, নুসরাত জাহান আর নিখিল জৈনের বিয়ে হবে দুই রীতিতে। প্রথম হবে ভারতীয় রীতিতে এবং পরে খ্রিস্টান রীতিতে। কলকাতায় ফিরে আসার পর আইন অনুযায়ী রেজিস্ট্রি করা হবে। নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আগামী ৪ জুলাই, সন্ধ্যা সাড়ে ৬টায়, কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল। এ আমন্ত্রণপত্রের ছবি প্রকাশ্যে এসেছে। এ আমন্ত্রণপত্র ডিজাইন করেছেন মুম্বাইয়ের একজন শিল্পী। গোল আকৃতির সেলাই করা উডেন ফ্রেম। তার মধ্যে হবু দম্পতির নাম দিয়ে লেখা আমন্ত্রণ বার্তা। ভিন্ন রঙের সুতা দিয়ে সেলাই করা ফুলের মধ্যে নিখিল ও নুসরাতের ছবি। তবে ভক্তদের হাজারো প্রশ্ন, বিয়েতে কীভাবে সাজবেন নুসরাত। সে উত্তর জানান দিয়েছেন তিনি নিজেই। ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লাল-কালো চেক পোশাক পরিহিত অবস্থায় ছবি উঠিয়েছেন। সঙ্গে লিখেছেন, ক্যাপশনের প্রয়োজন নেই। দরকার আপনাদের আশীর্বাদ। জানা গেছে, আজ বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরবেন নুসরাত। নিখিলের পোশাকও সব্যসাচীর ডিজাইন করা। বিয়ের অনুষ্ঠানে নুসরাত জাহানের গায়ে থাকবে কিছু পুরনো পারিবারিক গহনা। সংগীতের জন্য তিনি ইন্দো-ওয়েস্টার্ন পোশাক বেছে নিয়েছেন। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরাত বেছে নিয়েছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে পোশাক। অনুষ্ঠানের খাবারের মেনু্যতে থাকবে ভারতীয়, কন্টিনেন্টাল আর তুরস্কের আঞ্চলিক খাবার।