আদালতের নির্দেশে স্থগিত শিল্পী সংঘের নির্বাচন

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে টেলিভিশন মাধ্যমের অভিনয় শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘ'। সে লক্ষ্যেই আজ ২১ জুন অনুষ্ঠিত হবার কথা ছিল দ্বিবার্ষিক নির্বাচন। আসন্ন নির্বাচন ঘিরে টিভি মিডিয়ার শিল্পী-কলাকুশলীদের মাঝে বিরাজ করছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জমে উঠেছিল প্রার্থীদের প্রচার-প্রচারণাও। কিন্তু গতকাল বৃহস্পতিবার জানা গেল নির্বাচনটি হচ্ছে না। আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। শেখ মো. এহসানুর রহমান, আব্দুলস্নাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন স্থগিতের জন্য দ্বিতীয় সহকারী আদালতে আবেদন করেন বুধবার, ১৯ জুন। সেই আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার, ২০ জুন নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তিন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাশ ও মাসুম আজিজস ও শিল্পী সংঘের সর্বশেষ সভাপতি শহীদুল আলম সাচ্চুসহ মোট ৮ জন বিবাদীকে ২০ জুন হতে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।