অভিনয়ে ফিরছেন তমালিকা কর্মকার

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১৩:২৪

বিনোদন রিপোর্ট
তমালিকা কর্মকার
ব্যক্তিগত কারণে টিভি, চলচ্চিত্র এবং মঞ্চ- তিন মাধ্যম থেকেই নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনিয়র অভিনেত্রী তমালিকা কর্মকার। শুধু তাই নয়, দেশের গন্ডি পেরিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছিলেন তিনি। তবে মনের টানে আবারও দেশে এসে অভিনয়ের নিয়মিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এ গুণী শিল্পী। নিজের নাট্যদল 'আরণ্যক'র দর্শকপ্রিয় মঞ্চ নাটক 'রাঢ়াং'এ অভিনয়ের মধ্যদিয়েই অভিনয়ে ফিরছেন তমালিকা। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির ১৮৪'তম মঞ্চায়ন হবে। এর আগে এই নাটকের তিনটি প্রদর্শনীতে অনুপস্থিত থাকলেও যথারীতি নিজ চরিত্র শ্যামলী'রূপেই উপস্থিত হবেন বলে জানালেন এই অভিনেত্রী। তমালিকা বলেন, 'প্রায় এক বছর পর মঞ্চে উঠতে গিয়ে আমি কিছুটা ভয়েই আছি। তবে নিজের ভেতর ভালোলাগাও কাজ করছে। নিজের দল আরণ্যক। রাঢ়াং ২০০৪ সাল থেকে নিয়মিত মঞ্চস্থ হয়ে আসছে। আমিও ছিলাম শুরু থেকেই। আজীবন থাকব। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে আজকের শোটি উপভোগ করার জন্য।' তমালিকা কৃতজ্ঞতা প্রকাশ করেন তার নাট্যগুরু মামুনুর রশীদের কাছে। তমালিকা বলেন, 'শ্রদ্ধেয় মামুনুর রশীদ আমার নাট্যগুরু। তার হাত ধরেই আমার একটু একটু করে অভিনয়ের দুনিয়ায় পথচলা। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয়ই করে যেতে চাই। আমি জানি আমার গুরু আমাকে সবসময়ই তার আশীর্বাদের ছায়াতলেই রাখেন।' 'রাঢ়াং' রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ।