সা ক্ষা ৎ কা র

অনেক প্রত্যাশা নতুন কমিটির কাছে

অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। অভিনয়-নির্দেশনার পাশপাশি গানও করেন। সম্প্রতি তিনি নতুন একটি চলচ্চিত্রের কাজ শেষ করে অন্য আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন এ বছর। অভিনয়শিল্পী সংঘের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। নির্বাচন, অভিনয় ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে ...

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১৩:২৫

অনলাইন ডেস্ক
জিনাত শানু স্বাগতা
অভিযোগ ... অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী ছিলাম, কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেছি। আমার ব্যাকগ্রাউন্ড যেমন সবাই জানেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যাকগ্রাউন্ডও কারও কাছে অজানা নয়। আমি সংস্কৃতি পরিবারে ও পরিবেশে বড় হয়েছি এবং এখনো গান-অভিনয়ের সঙ্গে জড়িত রয়েছি। সফলতার সঙ্গে এতদূর এগিয়ে আসার বিষয়টিও আমার সহকর্মীরা জানেন। এরপরও ভোটাররা আমাকে যোগ্য মনে করেননি। মাত্র ১২৫ জনের কাছে যোগ্য মনে হয়েছে। এতে কিছুটা খারাপ লাগলেও কোনো অভিযোগ নেই। নির্বাচন সুষ্ঠু হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যাশা ... নির্বাচনে পরাজয় হলেও সংগঠনটি কিন্তু আমাদের সবার। আমাদের মধ্যে আন্তরিকতাও যথেষ্ট। আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশেদ মামুন অপু ভাই। তিনি বিজয়ী হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমিও তাকে অভিনন্দন জনিয়েছি। নতুন কমিটির কাছে অনেক প্রত্যাশা। কমিটি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না, সবার পরামর্শ নিয়েই কাজ করবে। সবার সম্পৃক্ততা নিয়ে চিন্তা করবে- এমনটাই আশা করি। অভিনয়ে ফেরা ... ঈদে পাঁচটি খন্ড নাটক ও 'ঈদ বোনাস' নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে কাজ করেছিলাম। ঈদের পর নির্বাচন নিয়ে খুব ব্যস্ততার সময় পার করেছি। একটু বিশ্রাম নিয়ে শিগগিরই অভিনয় শুরু করব। বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটকগুলো ছাড়াও উপস্থাপনাও করছি। এ বছরের শুরুর দিকে নূর আলম আতিকের 'মানুষের বাগান' চলচ্চিত্রের কাজ শেষ করেছি। চলতি বছরই গল্পনির্ভর আরেকটি ছবির কাজ শুরু করব। চলচ্চিত্রে নিয়মিত ... আমি আসলে মানসম্মত চলচ্চিত্রে কাজ করতে চাই। চলচ্চিত্রের প্রতি আমার আগ্রহ আগে থেকেই। এর আগে চলচ্চিত্রে কাজ করলেও নিয়মিত হতে পারিনি। কারণ, যখন চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেতাম তখন চলচ্চিত্রের পরিবেশটা তেমন ছিল না। বয়সও কম ছিল। এখন পরিবেশ অনেকটা ভালো। মানসম্মত নাটক ... প্রচুর নাটক হচ্ছে। মাঝে মধ্যে মানসম্মত নাটকও প্রচার হয়। নাটকে বিভিন্ন সমস্যা রয়েছে। এরমধ্যে অন্যতম বাজেট স্বল্পতা। তবে এখন অনেক পস্নাটফর্ম তৈরি হয়েছে। ওয়েব সিরিজ, ইউটিউবের জন্য ভালো বাজেটে নাটক নির্মাণ হচ্ছে।