শুভ জন্মদিন কারিশমা কাপুর

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
আজ বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের জন্মদিন। বর্তমানে কারিশমা পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন। সেখানেই ঘরোয়া ভাবে জন্মদিন পালন করবেন। ১৯৭৪ সালের এই দিনে মুম্বাই শহরের স্বনামধন্য কাপুর পরিবাওে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র সতের বছর বয়সে 'ভারত ভূষণ' নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কারিশমা সেলুলয়েডের পর্দায় পা রাখেন। সেই থেকে শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি। জিগর, আনাডি, রাজা বাবু, সুহাগ, কুলি নম্বর ওয়ান, গোপি কিষাণ, সাজান চালে শাশুড়াল এবং জিতসহ অনেক ব্যবসাসফল ছবিতে অভিনয় করে পেয়েছেন প্রশংসা ও পুরস্কার। বাজিমাত করেছেন ভারতসহ বিশ্বের অনেক দর্শককে। 'রাজা হিন্দুস্থানী' নামের একটি চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পান ফিল্মফেয়ার পুরস্কার। তার কিছুদিন পর 'দিল তো পাগল হ্যায়'তে অভিনয় করে পেয়েছেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ফিজ, জুবেইদাসহ অসংখ্য সিনেমায় অভিনয় করে মন জয় করেছেন দর্শকদের। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। একটা সময় হিট সিনেমা মানেই কারিশমা কাপুরকে মনে করা হতো। সিনেমার সেই ব্যস্ততা কমে গেলেও কারিশমাকে এখনো সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়।