ব্যতিক্রমী সানি লিওন

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী লিওন অভিনয়ের পাশাপাশি কসমেটিকস পণ্যের ব্যবসায়ী হিসেবেও নাম কুড়িয়েছেন। দীর্ঘদিন ধরেই নানা ধরনের সমাজকল্যাণমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। এবার স্বামীর সঙ্গে হাত মিলিয়েই শিশুদের স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের নামকরা বাচ্চাদের আর্ট স্কুল 'ডিআর্ট ফিউশন'র একটি নতুন শাখা খুলতে চলেছেন সানি। তবে এই নতুন স্কুলটি শুধুমাত্র আর্ট স্কুল নয়, বাচ্চাদের খেলাধুলার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। যাতে খেলার ছলেই বাচ্চারা আর্ট শিখতে পারে। ডিআর্ট ফিউশনের একটি শাখার ছাত্রী সানি ও ড্যানিয়েল মেয়ে নিশা ওয়েবার। তার মাধ্যমেই সানি ও ড্যানিয়েল ওই স্কুলের বিষয়ে জানতে পারেন ও স্কুলের প্রতিষ্ঠাতা সঞ্জনা আশের কামদারের সঙ্গে পরিচিত হন। জানা গেছে, মেয়ে নিশার মুখে ওই স্কুলের অনেক প্রশংসা শুনে সানি ও ড্যানিয়েল জুহু-তে ওই স্কুলের একটি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নেন।